আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নবীজীর ৩০ প্রকার নামাজ বইটি।বাংলা ভাষায় লিখিত নামাজ সম্পর্কিত সেরা বইগুলোর মধ্যে নবীজীর ৩০ প্রকার নামাজ অগ্রগণ্য।বইটি প্রথম প্রকাশের পর থেকে প্রচুর সাড়া পেয়েছে পাঠক মহল থেকে।বিজ্ঞ আলেমসমাজ নবীজীর ৩০ প্রকার নামাজ বইটির প্রশংসা করেছেন।
বইটির বৈশিষ্ট্য সম্পর্কে তাদের website এ বলা হয়েছেঃ
- রাসূল সা. যেভাবে নামাজ আদায় করেছেন
হাদীসের দলিলসহ হুবহু সেভাবেই উল্লেখ
করা হয়েছে - প্রত্যেক প্রকার নামাজকে
ত্রিশ থেকে চল্লিশটি সহীহ হাদীস দ্বারা
প্রমাণ করা হয়েছে - মাসনূন তরিকায় নামাজ পড়ার
নিয়ম-কানূন ও নামাজসংশ্লিষ্ট যাবতীয় মাসায়েল
পেশ করা হয়েছে - মতবিরোধপূর্ণ বিষয়
যেমন-রফউল ইয়াদাঈন, কিরাআত খলফুল ইমাম,
নাভির
নিচে ও বুকের উপর হাত বাধা, ঈদ ও জানাযার
তাকবীর সংখ্যা, তারাবীহ ও বিতরের রাকাআত
সংখ্যা,
সারা বিশ্বে একই দিনে রোযা ও ঈদ পালন,
নারী-পুরুষের নামাজের পার্থক্য এসব বিষয়ের
পক্ষে-বিপক্ষে কুরআন-হাদীসের যথেষ্ট
দলিল পেশ করা হয়েছে।
বইটির সারবস্তুঃ
নবীজীর ৩০ প্রকার নামাজ বইটিতে বিষয়ভিত্তিক মোট ৬০ টি অধ্যায় রয়েছে। এছাড়া পৃষ্ঠা ভিত্তিক ৬ টি অধ্যায় রয়েছে।পৃষ্ঠাভিত্তিক অধ্যায়ের প্রথম অধ্যায়ে রয়েছে নামাজের পূর্বে করনীয় বিষয় সমুহের মাসাআলা যেমনঃঅজু করার সুন্নাত তরীকা, মেসওয়াকের ফযীলত, নিয়ম-কানুন ও মাসায়েল,আযান ও ইকামাতের নিয়ম-কানুন ও মাসায়েল
ইত্যাদি।
দ্বিতীয় অধ্যায়ে অধ্যয়ে রয়েছে হাদিসের আলোকে পাচঁ ওয়াক্ত নামাজের বিবরন।এছাড়া রয়েছে বিতর নামাজ আদায়ের নিয়ম-কানুন ও মাসায়েল,
জুমআর নামাজ আদায়ের নিয়ম-কানুন ও মাসায়েল, জানাযার নামাজ আদায়ের নিয়ম,ঈদের নামাজ আদায়ের নিয়ম-কানুন ও মাসায়েল এভাবে মোট ছয়টি অধ্যয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে।
এছাড়া অতিরিক্ত অধ্যায় তিনটি প্রথম টি তে আল ইহদা রয়েছে।বাকি দুই অধ্যায়ে বইটি সম্পর্কে দুজন আলেমের অভিমত রয়েছে
বইটি সম্পর্কে আমার মতামতঃ
নামাজ শিক্ষা বিষয়ক বইগুলোর মধ্যে এটি অগ্রগন্য বলে আমি মনে করি।আপনার মোবাইলে মাত্র সাত mb এর এই বইটি রেখে দিলে আপনি যেকোন সময়ে নামাজ সম্পর্কিত যেকোন মাসায়েল দেখে নিতে পারবেন।
বইটি সহিহ কিনা এসম্পর্কে আমি ব্যক্তিগত ভাবে অনেক আলেমের কাছে জানতে চেয়েছি।তারা সবাই বইটির প্রশংসা করেছেন।তাই নিশ্চিন্ত মনে বইটি পড়তে পারবেন
একনজরে বইটি
নামঃ | নবীজীর ৩০ প্রকার নামাজ | |
---|---|---|
লেখক | মাওলানা মুফতি আবদুররহমান আযাদ | |
পৃষ্ঠা | 60 | |
Size | 7mb | |
Download link | Click Here | |
contact | labloops@gmail.com |
বলে রাখা ভালো এটা একটা app.কিন্তু যেহেতু বইয়ের app তাই আমি একে pdf books category তে রেখেছি।আর হ্যা আপনার ফোনের স্ক্রন সাইজ ছোট হলে সেটিংস থেকে ডিসপ্লে তে গিয়ে ফন্ট সাইজ বাড়িয়ে নিলে স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন।তো আজকের মত এখানেই বিদায়।ইনশাআল্লাহ আবারো হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে।আমার জন্য সবাই দোয়া করবেন।কোনো সমস্যা বা কিছু জানার থাকলে থাকলে কমেন্ট করুন।এই পোস্ট এর আগে করা হয়নি তাই করলাম।