আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা আপনারা যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী তাদের জন্য আজ আমি নিয়ে আসলাম বাংলায় C-programming শিখার একটি অসাধারণ বই।
কেন এই বইটি ডাউনলোড করবেন।
আপনি কোনকিছু শিখতে হবে অবশ্যই প্রথমে বেসিক জিনিসগুলা আগে জানতে হবে তাই না। আর বেসিক জিনিস জানার জন্য ইন্টারনেট এ অনেক বই পাবেন তাদের বেশিরভাগেরই কোয়ালিটি তেমন ভালো না। আর তাই আপনাদের একটু সহায়তা করার জন্য আমি নিয়ে আসলাম এই বইটি।
এই বইটি পড়ে কী আমি সম্পূর্ণ সি-প্রোগ্রামিং শিখতে পারব?
ভাই শিখা আর না শিখা তা সম্পূর্ণ আপনার ব্যপার।
আপনি যদি শিখার পাশাপাশি প্রেক্টিস করেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন।
কী কী থাকছে বইটি তে আর কে বইটি লিখেছেন?
বইটি লিখেছেন তামিম শাহরিয়ার সুবিন
আর বইটিতে যা যা থাকছে তা নিচের স্ক্রিনশট এ দেখানো হলো:
কিভাবে বই ডাউনলোড করব?
ডাউনলোড করতে আপনার কোন ঝামেলা হবে। ফাইলটি আমি mediafire এ আপলোড করে দিছি। আর mediafire থেকে ডাউনলোড করা সবথেকে ইজি।
Size: 2.00mb
click here to download
তো আশাকরি পোষ্টটি সবার জন্য অনেক হেল্পফুল হবে। যদি কোন সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্টাক্ট করুণ।
আমাদের সাথে কন্টাক্ট করার ঠিকান
wizbd.contact@gmail.com