Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন জাভাস্ক্রিপ্ট শেখার এক অসাধারণ বাংলা pdf বই। টোটাল ১৭ অধ্যায়ের বই।

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখে নেবে তো সেই করে সবসময়।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ জাভাস্ক্রিপ্ট শেখার বাংলা পিডিএফ নিয়ে আসলাম।
এর আগে আমি HTML5 ও CSS শিখার কিছু পিডিএফ শেয়ার করেছিলাম। যদি আপনি সেই পোষ্টগুলো না দেখে থাকেন তাহলে নিচের লিংক এ ক্লিক করে দেখে নিন।


ডাউনলোড করে নিন HTML5 শেখার সবচেয়ে ভালো বাংলা পিডিএফ মাত্র ১ এম্বি দিয়ে।


ডাউনলোড করে নিন সহজে CSS শেখার বাংলা পিডিএফ। সাথে HTML5 শেখার পিডিএফ ফ্রি।


আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ওয়েবসাইট বানাতে চান এবং ওয়েবসাইট থেকে টাকা আয় করতে চান। ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে এইচটিএমএল সিএসএস শিখতে হবে এবং তার পাশাপাশি জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক কারণ এইচটিএমএল সিএসএস ও জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি সাহায্যে আপনারা যেকোনো ধরনের ডায়নামিক সাইট তৈরি করতে পারবেন।
আর আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জাভাস্ক্রিপ্ট এবং জাভা এই দুইটা ল্যাঙ্গুয়েজ কে এক ভাবেন,
কিন্তু না এই দুইটা ল্যাংগুয়েজ সম্পূর্ণ আলাদা।

তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি থাকছে বইটিতে:
বইটিতে টোটাল ১৭ টি অধ্যায় থাকবে। যা ক্রমান্বয়ে নিচে স্ক্রিনশট এ দেখানো হলো।





এই ছিলো টোটাল ১৭ অধ্যায়।

বইটি লিখেছেন আব্দুল্লাহ আল ফারুক
Size: 2mb
page: 111page
download link below!
click here to download


এই বইটির মাধ্যমে আপনি কতটুক শিখতে পারবেন তা আমি জানি না। কারণ শেখাটা সম্পূর্ণ আপনার উপর ও প্রেকটিসের উপর। আপনি যত বেশি প্রেক্টিস করবেন তত ভালো হতে থাকবেন।
আর আপনি যদি মনে করে থাকেন এই বই পড়েই আপনি সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট শিখে যাবেন তাহলে আপনি ভুল। কারণ কোন পিডিএফ বই পড়ে কোনদিন আপনি কোন ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজ শেখতে পারবেন না। তবে আমি এতটুক বলতে পারি এই বই পরে আপনি জাভাস্ক্রিপ্ট এর উপর ব্যাসিকের চেয়ে আরো ভালো ধারনা লাভ করবেন।

তো যেহেতু বইটি সম্পূর্ণ ফ্রি তাই কেউ মিস করবেন না এটাই আমার অনুরোধ।
তো আশাকরি সইটি সবার উপকারে আসবে।
তো আজকের মতো এই পর্যন্ত।
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

সৌজিন্যে:WizBD.Com