আসসালামু আলাইকুম
সবাই ভালো আছেন সেটা আমি জানি। তাই আর কুশল-বিনিময় করছি না।
আজকে নিয়ে এসেছি বইপোকা (বইপাগল)দের জন্য দারুন কিছু pdf ডাউনলোড সাইট।
আর তা বলতে গেলে শুরুতেই বলতে হয়।amarbooks.com এর কথা।যেটা আমার লাইফের ফার্স্ট pdf ডাউনলোড সাইট।
চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি কিছু বইয়ের রাজ্য থেকে।চারিদিকে শুধু বই আর বই।আহা! কি মজা হবে তাই না!
১.
amarbooks.com
দারুন একটা ডাউনলোড সাইট। যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অনেক সহজেই।যেখানে আপনি পাবেন, মাসুদ রানা সিরিজ,তিন গোয়েন্দা সিরিজ,কুয়াশা সিরিজ,দস্যু বনহুর সিরিজ,ওয়েস্টার্ন, আরও অনেক। site Link amarbooks.comকিভাবে ডাউনলোড করবেন নিচ থেকে দেখে নিন।
boighar.com
এখানে আপনার ডাউনলোড করতে হলে সাইন-আপ করতে হবে ।এ আর এমন কি বড় কথা, হাজার হাজার বইয়ের জন্য সাইন-আপ করতে পারবেন না! এখানে পাবেন,মাসুদ রানা, তিন গোয়েন্দা, ওয়েস্টার্ন, কুয়াশা, রহস্য পত্রিকা,দেশী-বিদেশী বিভিন্ন লেখকের বই।এখানে আর একটা অপশন আছে যে,আপনার যদি কোন বইয়ের দরকার হয় এদের রিকুয়েস্ট করলে এরা দিবে।
দেখে নিন কিভাবে ডাউনলোড করবেন।নিচের স্ক্রিনশট ফলো করুন।আমি ডেস্কটপ মোডে চালাচ্ছি, কারণ এতে অনেক সুবিধা পাওয়া যায়,যা মোবাইল মোডে দেখা যায় না।[b] Site Link:
boighar.com
সাইন-আপ হওয়ার পর।
৩.
gobanglabooks.com
আর স্ক্রিনশট দিতে পারছি না বলে দুঃখিত। চার্জ কম।ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি।আশা করি আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন। আর না পারলে কমেন্টে জানাবেন।হেল্প করার চেষ্টা করব।
gobanglabooks.com
৪.Allbanglaboi.com
৬Banglbook.org
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।ভালো থাকবেন ।ট্রিকবিডির সাথে থাকবেন।