আমি বরবরই হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত। তাঁর লেখার ধরণে অন্যরকম একটা ভাব আছে যা আর কারো লেখায় নেই। তিনি খুবই সুন্দরভাবে একটি গল্পের মাধ্যমে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা তুলে ধরেন। আর মধ্যাহ্নও হলো সেই ধরনেরই একটি উপন্যাস। এই উপন্যাসটির আকার বেশ বড় হওয়ায় এটি দুটি খন্ডে প্রকাশিত হয়।

বিশাল ক্যানভাসের এই উপন্যাসটি লেখক লেখেছেন বিংশ শতাব্দীর প্রথম পাঁচ দশককে কেন্দ্র করে। যার কাহিনী তিনি এগিয়ে নিয়ে গেছেন বিভিন্ন সামাজিক ও বস্তুজৈবনিক ঘটনার মধ্যদিয়ে। বিশাল এই উপন্যাসের চরিত্র সংখ্যাও নেহাতই কম নয়। বিভিন্ন চরিত্রে মিথস্ক্রিয়া, চরিত্রচিত্রণ ও তাদের চিন্তা চেতনা যেন সেই সময়ের সমাজকেই প্রতিফলিত করে। উপন্যাসটিতে সাধারণ এক গ্রামের প্রেক্ষাপটে তদানীন্তন বহির্বিশ্বেরও সংযোগ ঘটানো হয়েছে যা এক কথায় অসাধারণ। সেই সময়ের মানুষের চিন্তাধারা, সামাজিক ও রাজনৈতিক ঘটনাও এতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সরল ধর্মভীরুতা কিংবা ব্যবসায়ীদের শঠতাও চিত্রিত করা হয়েছে উপন্যাসটিতে।

বইয়ের বিবরণঃ


নামঃ মধ্যাহ্ন অখন্ড (১ম ও ২য় খন্ড একসাথে)
লেখকঃ হুমায়ুন আহমেদ
প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০০৭
প্রকাশকঃ অন্যপ্রকাশ
ভাষাঃ বাংলা
সাইজঃ ৪৪ মেগাবাইট
পাতা সংখ্যাঃ ৪৬৮

ডাউনলোড লিংকঃ


Click Here to download

বইটি কিনতে হলেঃ


রকমারি.কম
মূল্যঃ ৫১০ টাকা

2 thoughts on "ডাউনলোড করে নিন হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ উপন্যাস মধ্যাহ্ন অখন্ড এর PDF Version"

Leave a Reply