Site icon Trickbd.com

প্যারময় লাইফের প্যারাসিটামল-ঝংকার মাহবুব PDF ডাউনলোড লিংক সাথে আমার রিভিউ

Unnamed

আসসালামুয়ালাইকুম

আমাদের জীবনে হতাশা আসবে না তা হতে পারে না কারন আমরা মানুষ।আর সব মানুষ ই কখনো না কখনো এসে হতাশা হয়ে পরে।তখন এমন কাউকে দরকার যে খুব সুন্দর করে বলবে যে কিভাবে সে হতাশা থেকে বের হবে।কিন্তু সে সব লোক খুব কম থাকায় অনেক সমস্যা তৈরি হয়।তাই লেখক চেষ্টা করেছেন সবাই এমন কিছু পরামর্শদিতে যাতে করে কিছু সমস্যা যেন খুব সহজে সবাই সমাধান করতে পারে এবং অন্যকে সাহায্য করতেও পারে।আমরা অনেকে নতুন কারো সাথে কথা বলতে পারি না,অনেকে অনেক বড় বড় টার্গেট সেট করে কিন্তু দেখা যায় যে কোনো লাভই হয়না।সেখান থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়ে এবং আরো অনেক সমস্যা নিয়ে কথা বলেছেন লেখক।

কিভাবে ছোটো ছোটো টার্গেট করে সামনে আগানো যায়,কিভাবে বড় বড় টার্গেট পূরণ করা যায় সে বিষয় ও লেখক বলেছেন।লেখক বইটিকে তার নিজের যে লেখার ধরন রয়েছে সে ভাবেই লিখেছে।লেখকের লেখার ধরন হলো দুইজন থাকবে।এক জন বড় যে সমস্যা শুনবে ও সমাধান দিবে।আর অন্য যে থাকবে সে ছোটো এবং সমস্যা গুলো নিয়ে বলবে।এখানে যার সমস্যা সে হলো নূয়াজ আর যে সমস্যা সমাধান নিয়ে কথা বলে সে হলো সোহান ভাই।লেখকের এইলেখার ধরনের জন্য বইটি আর অনেক সুন্দর হয়ে উঠেছে।কারন বইটি পড়ার সময় মনে হবে না যে কেউ বই পড়ছে,মনে হবে তার সমস্যা নিয়ে তাকে তার কোনো পরিচিত ভাই বলছেন যে কিভাবে সে সমস্যা থেকে বের হওয়া যায়।লেখকের লেখার ধরনই বইটিকে এতো সুন্দর করেছে।বইটি পড়লে কিভাবে রুটিন করবে পরিক্ষার,মোবাইল থেকে কিভাবে কাজে লাগাবে সময়, কিভাবে অনেক কাজ করেও জীবন কে কাজ এ লাগানো যায় তা বইটিতে খুব সুন্দর করে বলা আছে।কিভাবে অপরিচিত দের সাথে কথা বলতে হয়,কিভাবে ভয় কে কাজে লাগিয়ে কোনো কিছু করে ফেলা,কিভাবে জেদ কে কাজে লাগাবে,বিশ্ববিদ্যালয়ে কি কি করা লাগবে আরও অনেক কিছু বলেছেন লেখক।সব কিছু জানতে হলে পড়তে এই বইটি। বইটি পরলে মনে হবে যে ২-৩বছর এর বড়োভাই খুব এ সুন্দর করে সমাধান দিচ্ছে।লেখক এমন সব জিনিস নিয়ে কথা বলেছেন যে গুলোতে সবার ই কম বেশি সমস্যা হয়।লাইফএর ডিসিশন যে খুব এ সুন্দরকরে আগে থেকে প্লান করে রাখতে হবে তা লেখক খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন।লেখক সব কমন সমস্যা নিয়ে কথা বলেছেন ফলে বইটি সবার জন্য একটা দরকারি বই বলে আমি মনে করি।লেখক সব সমস্যা অনেক সুন্দর করে তুলেছেন এবং সমাধান ও দিয়েছেন অনেক সুন্দর করে।যার ফলে সমাধান গুলো মনে রাখা অনেক সহজ হয়েছে।ফলে মনেও থাকবে বেশি কাজেও লাগানো যাবে ততো বেশি।লেখক চেষ্টা করে গেছেন যেন সবাই ভালো সমাধান এর জন্য অন্য কার কাছে না যাওয়া লাগে।বইটি পড়লে কিভাবে ঘুরে দারানো যায়,হথাশা থেকে মূক্তি পাওয়া যায় কিভাবে অল্পঅল্প করে সামনে আগানো যায় সব খুব সুন্দর করে উপস্থাপন করেছেন লেখ। আমি বইটি পড়ে অনেক কিছু যানতে পেরেছি।আমার বিশ্বাস অন্যরাও অনেক কিছু জানতে পারবে।তাই সবাইকে পড়তে বলবো আমি। ব্যাক্তিগত রেটিংঃ৯.৫/১০

✓Google Drive Download Link

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Exit mobile version