চমক হাসান ভাইয়া আমাদের সমাজের বর্তমান শিক্ষাব্যাবস্হাকে নিয়ে লিখেছেন, কথা গুলো অনেকর কাছে ভালো না লাগলেও এগুলোই সত্যি যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা শিক্ষার্থীদের মাথার উপর বোঝা চাপিয়ে দেন।
শিক্ষার্থী অংকের কোনো বিষয়ে না বুঝলে, দাড়িয়ে প্রশ্ন করলে সেটা শিক্ষকের সহ্য হয়না, তখনই শিক্ষার্থীকে নানা প্রশ্ন করা শুরু করে যে ব্যাটা ক্লাস নিয়মিত করোস?
ক্লাসে এসে মনোযোগ দিস?
গতকালের অংক পারোস? ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করে আর ধমক তো আছেই।
অংক বিষয়টা যদি কোনো শিক্ষক শিক্ষিকা রসিকতার সাথে ভালো ভাবে বুঝিয়ে পড়ান এবং শিক্ষার্থীদেরকেও যার যার প্রশ্ন করতে সুযোগ দেন তাহলে কিন্তু অংক পানির মতো সহজ হয়ে যায়।
আর বর্তমানের শিক্ষক শিক্ষিকারা এর বিপরীতটা করেন, বেশিরভাগ দেখা যায় গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
চমক হাসান ভাইয়া এই বইতে অংকের সব ভয় দুর করে দিয়েছেন এবং প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে অংকের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার কিছু গল্প শুনিয়েছেন।
বইয়ের নামঃ অংক ভাইয়া (Onko Vaiya)
ক্যাটাগরিঃ গনিত
বইয়ের লেখকঃ চমক হাসান
বইয়ের ধরনঃ পিডিএফ
বইয়ের সাইজঃ ১০ মেগাবাইট প্রায়
পিডিএফ বইটি তৈরী করেছেনঃ পরাগ ভাইয়া
#যাদের সামার্থ আছে তারা বইটির হার্ড কপি কিনে পড়ুন।
বইটি ডাউনলোড করুন অংক ভাইয়া পিডিএফ
বইটির কিছু স্কিনসট দেখুন
#ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার ব্লগটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো TrickPure24.Com