Site icon Trickbd.com

পিডিএফ বই পড়ার জন্য দারুণ একটি App. সাথে থাকছে পেইড বই ফ্রিতে কেনার ট্রিক!

আসসালামু আলাইকুম। 

আশা করছি সবাই ভাল আছেন।

*শেষে থাকছে প্রত্যেকটা পেইড বই ফ্রিতে কেনার ট্রিক ?  

এখন আমি আপনাদের কাছে পিডিএফ বই পড়ার জন্য দারুণ একটি এপ নিয়ে আলোচনা করব।

আমি নিজেই অনেক দিন যাবৎ এই এপটি ব্যবহার করছি।আমার নিজের কাছে এপটি ভাল লেগেছে বলেই এখানে শেয়ার করছি।আশা করছি যারা বই পড়তে ভালবাসেন তাদের কাছে অনেক ভাল লাগবে এই এপটি।

তো চলুন শুরু করা যাক।

যে এপটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই এপটির নাম হচ্ছে “Sheiboi”

প্লেস্টোরে গিয়ে Sheiboi লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন এপটি। অথবা এখানে ক্লিক

করে সরাসরি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে এপটি ওপেন করুন।

ওপেন করলে নিচের মতো ইন্টারফেস আসবে। এবার লগিন/রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন।

এখানে আপনি তিন ভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন।

১. গুগল একাউন্টের মাধ্যমে

২. ফেসবুকের মাধ্যমে

৩. সরাসরি রেজিস্ট্রেশন এর মাধ্যমে।

আমি রিকমেন্ড করবো  সরাসরি রেজিস্ট্রেশন এর মাধ্যমে একাউন্ট খুলতে।

তো চলুন আমি সরাসরি রেজিস্ট্রেশন পদ্ধতিটির মাধ্যমে একাউন্ট খুলে দেখাচ্ছি।

এক্ষেত্রে ” ফ্রী রেজিস্ট্রেশন” এখানে ক্লিক করুন।

 

নাম,ইমেইল,ফোন নাম্বার(+880 থেকে শুরু করবেন),  পাসওয়ার্ড দিয়ে সবশেষে বর্গ ক্ষেত্রটিতে টিক চিহ্ন দিয়ে ” নতুন একাউন্ট নিবন্ধন করুন ” এখানে ক্লিক করুন।

তারপর নিচের মতো ইটারফেস আসলে ফোন নাম্বার ভেরিফাই করে নিতে ” ওকে ” তে ক্লিক করুন।

 

তারপর আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি নিয়ে নিচের ফাকা জায়গায় বসিয়ে দিন এবং আবারও ” ওকে” তে ক্লিক করুন।

হুুহ!

একাউন্ট খোলার কাজ শেষ! এবার আসুন  বই পড়ি!☺

এখানে আপনারা খুব অল্প মূল্যে  বই কিনতে পারবেন এবং পাশাপাশি কিছু ফ্রি বই আছে যেগুলা বিনামূল্যে পড়তে পারবেন।

“আরও ”  এখানে ক্লিক করলে যতগুলো ফ্রি বই আছে সব দেখতে পারবেন। ফ্রি বইতে মূলত অতীতের সব বিখ্যাত লেখকদের বই পাওয়া যায়!

বই কিনতে যে বইটি আপনি কিনতে চান সেটির ছবিতে ক্লিক করুন এবং এর পর “ক্রয় করুন ” এ ক্লিক করুন।বিকাশ,রকেট, রবি এয়ারটেল ব্যালেন্স,কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এখান থেকে বই কিনতে পারবেন।

>

>

>

Wiztrick এ যেহেতু আছেন তাই আসেন আপনাদেরকে এবার পেইড বই গুলো ফ্রিতে কেনার ট্রিক শিখিয়ে দেই।☺

যে প্রসেস এ একাউন্ট খুলে দেখিয়েছি এই প্রসেস এ একাউন্ট খুললে আপনি যেকোনো দুইটি পেইড বই ফ্রিতে কিনতে পারবেন। এক্ষেত্রে আপনার পছন্দের পেইড বইটিতে ক্লিক করুন।

আমি এখানে ৫০৳ মূল্যের “যা দেখি, যা শুনি একা একা কথা বলি  ” বইটি ডাউনলোড করে দেখাচ্ছি।

বই কিনতে বইয়ের ছবির উপর ক্লিক করুন।

নিচের মতো আসলে বই কেনার জন্য “ক্রয় করুন” এখানে ক্লিক করবেন।

এবার দেখুন একটি পপ আপ আসবে ১০০% ছাড়ে আপনি বইটি কিনতে “ওকে” তে ক্লিক করবেন।

ওকে তে ক্লিক করলে বইটি ফ্রিতে ডাউনলোড হওয়া শুরু হবে। পড়ার জন্য ওপেন এ ক্লিক করুন।

ওপেন করলে বইয়ের ভেতরের পৃষ্ঠাগুলো দেখতে ও পড়তে পারবেন।

পরের পৃষ্ঠায় যেতে ডান দিক থেকে বাম দিকে স্লাইড করবেন।

এইভাবে আপনি একটি একাউন্ট থেকে দুইটি বই ফ্রিতে পড়তে পারবেন। আপনার ডাউনলোড করা বই দেখতে থ্রি ডট মেনুতে ক্লিক করে তারপর “আমার লাইব্রেরি” এখানে যাবেন।সেখানে আপনি আপনার ডাউনলোড করা বই দেখতে পারবেন।

>

>

*দুইটি বই ফ্রিতে কিনতে পারলেই কি শেষ? আর তাহলে ফ্রিতে পেইড বই কিনতে পারব না?

না রে ভাই এমন টা না।এটা সত্য যে একটি একাউন্ট থেকে আপনি দুইটি বই ফ্রিতে কিনতে পারবেন।তবে একই মোবাইল নম্বর দিয়ে আপনি ৫ টি একাউন্ট খুলতে পারবেন।আর ৫ টি একাউন্ট=১০ টি পেইড বই ফ্রি?

তাছাড়া পরিবারে আরও অনেকের নাম্বার তো আছেই! প্রত্যেকটি নাম্বার ব্যবহার করে ১০ টি পেইড বই ফ্রি তে নিতে পারছেন!

আসুন দেখাচ্ছি কীভাবে কী করবেন।

প্রথমত আগের একাউন্ট টি লগ আউট করে নিবেন।

এবার আগের মতোই এপটি ওপেন করুন এবং “লগিন/রেজিস্ট্রেশন” এখানে ক্লিক করুন।

আবারো আগের মতো সব তথ্য দিয়ে দিন।শুধু ইমেইল টা আপনার ইচ্ছামতো একটা ইমেইল দিয়ে দিবেন।আর মোবাইল নম্বর আগেরটিই দিবেন। 

এবার “নতুন একাউন্ট নিবন্ধনকরুন” এখানে ক্লিক করলে আগের মতোই আপনার নাম্বারে একটি কোড যাবে সেটি বসিয়ে দিয়ে ওকে করলেই আরেকটা নতুন একাউন্ট তৈরি হবে এবং আপনি আবারও দুইটি পেইড বই বিনামূল্যে কিনতে পারবেন।

*এভাবে প্রত্যেকবার একাউন্ট খোলার সময় ইমেইল আলাদা আলাদা দেওয়ার ক্ষেত্রে একটা সিকোয়েন্স মেইনটেইন করবেন যেন ইমেইল টা আপনার মনে থাকে এবং ভবিষ্যতে যেন আবারো লগিন করতে পারেন।আর প্রত্যেক ক্ষেত্রে একই পাসওয়ার্ড দিলে আপনার সুবিধা হবে পাসওয়ার্ড মনে রাখা। আর হ্যা ইমেইল গুলো দেওয়ার সময় হাবিজাবি টাইপের ইমেইল দিবেন যেন সেই ইমেইল গুলো বাস্তবে কারও না থাকে।

উদাহরণ : xyzxyz2233301@gmail.com, xyzxyz2233302@gmail.com………

এভাবে চাইলে আপনি আনলিমিটেড  বই ফ্রিতে কিনতে পারবেন।

নতুন একাউন্ট এর দুইটি ফ্রি বই কেনার অফার টা কতদিন থাকবে ঠিক জানিনা।তাই আপনারা এখনই আনলিমিটেড একাউন্ট খুলে আপনার পছন্দের বইগুলো ফ্রিতে কিনে রাখুন। ইমেইল এর সিকুয়েন্স মনে রাখবেন এবং সব একাউন্ট এর একই পাসওয়ার্ড দিবেন যেন ভবিষ্যতে লগিন করতে পারেন।

তো শুরু করে দিন আপনার পছন্দের সব বই ফ্রিতে পড়া।

এই এপে থাকা জনপ্রিয় কিছু বইয়ের স্ক্রিনশট নিচে দেওয়া হলো।

*যারা বড়লোক আছেন তারা চেষ্টা করবেন পেইড বইগুলো কিনে পড়ার এতে ডেভলপাররা উপকৃত হবেন। আমার মতো গরীব মানুষ হলে ট্রিক ফলো করে ফ্রিতে কিনুন।☺ 

*নোট: এই পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হচ্ছে wiztrick.com এ।

 

 

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ১০-৩০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

Site Link : wiztrick.com

Exit mobile version