মুক্তির পথ ইসলাম এটি একটি ইসলামিক বই।
লেখক আব্দুস শহীদ নাসিমের অসাধারণ একটি বই বলে মনে করি এটা।
বইটিতে ১৬ টি অধ্যায় রয়েছে।

১। অধ্যায়ঃ শান্তি মুক্তি ও ইসলাম
এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে, শান্তির উৎস নিয়ে।
শান্তির উৎস একমাত্র আল্লাহ তায়ালা।
শান্তি ও মুক্তি দিতে পারে একমাত্র যে আমাদেরকে নিজহাতে সৃষ্টি করেছে তার কাছেই রয়েছে সকল শান্তি তার কুরআন মানলেই হবে আমাদের শান্তি ও মুক্তি।

২। অধ্যায়ঃ মুক্তির মহাসনদ আল কুরআন
একমাত্র যতো বই রয়েছে তার মধ্যে একমাত্র আল কুরআন ই একমাত্র নির্ভুল বই।
আল্লাহ তায়ালা নিজে বলেছেন আমার এ বইয়ে কোনো ভুল নেই। সুতরাং এ বই মেনে জীবন যাপন করলেই আমাদের মুক্তি মিলবে।

আল কুরআনে রয়েছে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের ও সফল হবার সব রাস্তা বাতলে দিয়েছেন।

৩। অধ্যায়ঃ মুক্তির পথ এক আল্লাহর ইবাদত
আমরা যেখানেই থাকি কাঠের ঘরে কিংবা বিল্ডিয়ের ঘরে ঘরটার একজন তৈরিকারক তো রয়েছে, আপনাআপনি তো আর ঘর তৈরী হয়নি।
আমার কোথা থেকে আসলাম? আমাদের কে তৈরী করলো?
আমরা তো আর আপনাআপনি টুপ করে পৃথিবীতে আসি নাই।
আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছে সে হল আল্লাহ তায়ালা।

সেই আল্লাহর ইবাদত করতে হবে।

৪। অধ্যায়ঃ ঈমান
তাকদিরের প্রতি ঈমান।
আমাদেরকে আমাদের ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে, একটা বিপদ আপদ হলে ধৈর্য ধারন করে তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে।

ঈমানের পরিচয়, একটা লোকের ঈমান আছে কিনা তার পরিচয় কি তার মধ্যে কি গুনাবলী বিধ্যমান থাকবে।
ইত্যদি ইত্যদি।

৫। অধ্যায়ঃ ইসলাম
ইসলাম কি?
মুসলিম কে?
মুনাফিক, কাফের কে?
ইসলাম জানার উপায় কি?
এসব নিয়েই এ অধ্যায়ে রয়েছে।

বইটিতে ১৬ অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায় নিয়ে সংক্ষেপে লিখতে পারলাম না।
আপনারা পড়ে নিবেন।

বইটির সূচিপত্রের স্কিনসটঃ




বইয়ের নামঃ মুক্তির পথ ইসলাম।
বইয়ের লেখকঃ আবদুস শহিদ নাসিম।

পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৮ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক বই।
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃমুক্তির পথ ইসলাম

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

3 thoughts on "মুক্তির পথ ইসলাম পিডিএফ বই | Mukhtir Poth islam pdf book"

  1. MD Shakib Hasan Author says:
    আপনি তো দেখছি হুবহু কপি করেছেন। কপি পোস্ট
    1. স্বপ্ন Author Post Creator says:
      না জেনে কিছু বলা কি ঠিক?
      সাইটটা তো আমারো হতে পারে।

Leave a Reply