Site icon Trickbd.com

মানুষের চিরশত্রু শয়তান পিডিএফ বই | Manuser Cirosotru Soytan Pdf Book

Unnamed

আমরা প্রাথমিক ও মাধ্যমিক বইয়ে ইবলিশ শয়তান সম্পর্কে অল্পস্বল্প  পড়েছি, কিন্তু ইবলিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ইসালম শিক্ষা বই পড়ে।

আপনি মানুষের চিরশত্রু শয়তান এই বইটি পড়ে শয়তানের ইতিহাস সম্পর্কে সবকিছু জানতে পারবেন।

শয়তান কি ফেরেশতা নাকি জ্বিন?

আমাদের মধ্যে অনেকেই জানিনা শয়তান কি জ্বিন নাকি ফেরেশতা।

শয়তানের যদি পূর্ব রহস্য বা ইতিহাস বলি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন।

পৃথিবীতে সর্বপ্রথম জ্বিনদের সৃষ্টি করে পাঠানো হয়েছে, আল্লাহ তায়ালার ইবাদত করার জন্য।

কিছু সময় পর, জ্বিনেরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফ্যাসাদ সৃষ্টি করতে শুরু করলো এবং আল্লাহর দাসত্ব করা ভূলে গেলো।

তাই আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবী থেকে  জ্বিনদেরকে তাড়ানোর জন্য, ফেরেশতারা জ্বিনদেরকে তাড়িয়ে পাহাড়ে ও সাগরে বা পানিতে নামালো এবং পৃথিবী থেকে যাওয়ার পথে একটি জ্বিনের বাচ্চাকে দেখতে পেলো ; তখন আল্লাহর আদেশে জ্বিনের সেই বাচ্চাটিকে আসমানে নিয়ে গেলো ফেরেশতাগণদের সাথে এবং সেই বাচ্চাটি ফেরেশতাদের সাথে বাস করতে শুরু করলো।

জ্বিনের সেই বাচ্চাটির নাম ছিলো আযাযিল।

ফেরেশতারা ছিলো নিষ্পাপ।

 তাই আযাযিল ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ফেরেশতাদের মতো সব কাজ করা শুরু করলো, আল্লাহর ইবাদত শুরু করলো আযাযিল।

আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীতে নতুন এক জাতি পাঠাবে তার ইবাদত করার জন্য।

যে জাতির নাম হবে মানবজাতি, তাই আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে আদম (আঃ)কে  সৃষ্টি করলেন এবং তাকে সেজদা করতে বললেন ফেরেশতাদেরকে।

ফেরেশতাদের দলের মধ্যে আযাযিলও ছিলেন তিনি ব্যতিত সকলে সেজদা করলো, আর তখন বললেন আযাযিল তুমি আমার হুকুম পালন করোনি কেনো?

আযাযিল বললো আদম আঃ মাটির তৈরী আর আমি আগুনের সে অহংকার করে বসলো।

এরপরে আল্লাহ আযাযিলকে বললেন ইবলিশ তুই এখান থেকে চলে যা।

তাহলে ইবলিশ হলো জ্বিন জাতি।

ইবলিশ হলো জ্বিন গোত্রের একজন।

বইটি সম্পর্কে লিখতে গেলে অনেক বড় আর্টিকেল হয়ে যাবে।

তবে আমার ব্যক্তিগত মতামত হলো, বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমাদের শত্রুর আক্রমন সম্পর্কে যিনি আমাদের সুস্পষ্ট ধারনা না থাকে তাহলে খুব সহজেই আমাদেরকে আক্রমণ করতে হবে।

শয়তান হলো আমাদের একজন বড় শত্রু তার সম্পর্কে প্রতিটা মানুষের জানা উচিত।

সূচিপত্রঃ 

বইয়ের নামঃ মানুষের চিরশত্রু শয়তান ।

বইয়ের লেখকঃ আবদুস শহিদ নাসিম। 

পৃষ্ঠা সংখ্যাঃ ৪২ টি।

বইয়ের ধরনঃ ইসলামিক বই।

পিডিএফ সাইজঃ  ৩ মেগাবাইট প্রায়।

ডাউনলোডঃRead Online / Download

ভুলত্রুটি ক্ষমার দৃ‌ষ্টিতে দেখবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

Exit mobile version