দ্য ম্যাজিক অব থিংকিং বিগ – উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক।
এ দুটি নাম একটি বইয়েরই, একজন মানুষের অনেকগুলো নাম থাকে তেমনি এখানে বইটির নাম ও দুটি।
আমি প্রথমে আপনাদের মতো একটু খিচুড়ি পাকিয়ে ফেলেছিলাম যে এইটা এই তাহলে অপর নামের বইটা কোথায়?
আসলে লেখক একটি বইয়ের নামই দুটি রেখেছেন এবং বইটি এতো ভালো যে মার্কেটে দুটি নামই জনপ্রিয় হয়ে গেছে।
আপনার মনের মধ্য যে সংশয় টা ছিলো তা আশাকরি দূর করতে পেরেছি।

দ্যা ম্যাজিক অব থিংকিং বিগ – উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক রিভিউঃ
প্রত্যেকটি লোকই চায় সাফল্য।
প্রত্যেকেই নিজ জীবনে সেরা জিনিস পেতে চায়।
কেউই গরিব হয়ে জীবনযাপন করতে চায়না সবাই ই বড়লোক হতে চায়।
কেউই ছোট মানুষ হয়ে বেচেঁ থাকতে চায়না সবারই ইচ্ছে বড় ব্যাক্তি হিসেব বেচে থাকতে।
কেউই হামাগুড়ি দিয়ে চলতে চায়না, সবাই ই চায় দ্রুতগতিতে চলতে।

দ্য ম্যাজিক অব থিংকিং বিগ বইটিতে এমন কিছু ফর্মুলা লিখেছেন যা পড়ে আপনার জীবন বদলে যেতে পারে।

আমরা হয়তো বুঝতে পারিনা যে কোনো কিছু মনে বিশ্বাস রাখলে তা করা সম্ভব।
মিল্টন প্যারাডাইস লস্ট এ লিখেছিলেন “মনই আসল ” মনই স্বর্গকে নরকে বা নরককে স্বর্গে পরিনত করতে পারে।

শেক্সপিয়ার ও বলেছিলেন, ভালো মন্দ বলে কিছুই নেই, চিন্তাভাবনা জিনিসকে ভালো বা মন্দ করে তোলে।

তাই আজ থেকেই চিন্তা করুন বড় কিছু এবং বিশ্বাস রাখুন নিজের উপরে তাহলেই সে কাজে সাকসেস হবেন।

সূচিপত্রঃ

বইয়ের নামঃ দ্যা ম্যাজিক অব থিংকিং বিগ – উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক (The magic of thinking big – Ucchakangkhar magic)
বইয়ের লেখকঃ ডেভিড জে শ্বার্টজ।
প্রকাশনীঃ বৈশাখী প্রকাশ
পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৮ টি।
বইয়ের ধরনঃ মোটিভেশনাল
পিডিএফ সাইজঃ ১৩ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃRead Online / Download

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

6 thoughts on "দ্যা ম্যাজিক অব থিংকিং বিগ পিডিএফ বই"

  1. Avatar photo mizanur1 Contributor says:
    ছবি টাইটেল স্ক্রিনশট দিলেন একটার। আর লিংক দিলেন আরেকটা বইয়ের।
    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      ভাইয়া আপনি পোস্ট টি ভালো করে পড়েননি মনে হচ্ছে।
      একটি বইয়েরই দুটি নাম।
    2. Avatar photo mizanur1 Contributor says:
      @স্বপ্ন আপনার মনে করা টা ভুল। আমি পোষ্ট টি পড়েছি। তাছাড়া The magic og thinking big ও পড়েছি। সেই বই আর আপনার দেয় বইয়ের কোন মিল নেই।

      আপনি বললেন, বইটা ২নামে। আপনার লেখা নাম ২টা আর, পিডিএফ এর বইয়ের নামও এক নয়। আগে নিজে বইটা পড়ুন। তারপর অন্যকে সাজেষ্ট করুন। ধন্যবাদ।

    3. Avatar photo mizanur1 Contributor says:
      @স্বপ্ন আপনি লিখলেন, বইয়ের ২টি নাম। বইয়ের নামঃ দ্যা ম্যাজিক অব থিংকিং বিগ – উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক (The magic of thinking big – Ucchakangkhar magic)

      আর ডাউনলোড করে পেলাম, বড় যদি হতে চান।

      বইয়ের পৃষ্টা বললেন, ১৮৮।
      আর ডাউনলোড করে পেলাম, ১২২, বইয়ের মধ্যে ছাপা অক্ষরে লেখা ১২৪। অদ্ভুত না বিষয়টা???

  2. Avatar photo Rahim Contributor says:
    পোষ্টে লিখছেন লেখকের নাম ডেভিড জে শ্বার্টজ।
    আর ডাউনলোড করার পর দেখি লেখকের নাম ডেল কর্ণেগী।

    আপনার পোষ্টের সাথে তো বইটা মিলছে না।

    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      আমিতো পিডিএফ চেক করে দেখলাম এইমাত্র আপনার কমেন্ট টি দেখার পরে লেখক ডেভিড জে শ্বার্টজই তো রয়েছে।
      আমি কি ভুল দেখতেছি কিনা বুঝিনা, স্কিনসট দিতে পারলে হয়তো আপনাকে বুঝাতে পারতাম বা আমি বুঝতে পারতাম।

Leave a Reply