সবারই জানা আছে এখন প্রতিবছরের মত ভর্তি যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের গুরুত্তপূর্ণ ২ টি অস্ত্র হচ্ছে বাংলা এবং ইংলিশ। সকল সাবজেক্ট এর পাশাপাশি এই ২ টিকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। কিন্তু অনেকে,আসলে বেশিরভাগ স্টুডেন্ট দের দেখা যায় সকল সাবজেক্ট পড়লেও এই ২ সাবজেক্ট এ একটু ফাঁকিবাজি করে এবং তার ফলাফল যুদ্ধের মাঠে দেখে। তাই আমার সাজেশন থাকবে যতক্ষণ পড়ার টেবিলে থাকব ততক্ষণ অন্যান্য সাবজেক্ট পড়লেও মোবাইল হাতে নিলেই বাকি ২ সাবজেক্ট পড়ব। এখন মোবাইল কিভাবে পড়াশোনা হবে? ইউটিউব, ফেসবুক কতকিছুই তো আছে। তাই এইসব আরেকটু সহজ করতে আমি বাংলা এবং ইংরেজী জয়কলির পিডিএফ শেয়ার করছি তুমাদের সঙ্গে। আশা করি সবার উপকার হবে।
DETAILS
English Pdf Password: STUDYWAR
- Size:183.3MB+81.4MB
- Subject:Bangla 1-2 & English
- Page:254+98 Pages
DOWNLOAD LINK
জয়কলি বাংলা বিচিত্রা
জয়কলী meDi ইংলিশ
SCREENSHOTS
CREDITS
1.JoyKoli বইগুলোর জন্য
2. Admissionwar.com পিডিএফ ফাইলটির জন্য।
3.STUDYWAR ইংরেজী পিডিএফ ফাইলটির জন্য।
MY ADVERTISE
দরাজ ভাউচার বিক্রি করা হবে ১ হাজার টাকার। মিনিমাম শপিং ২ হাজার টাকা। ভাউচার টিতে গ্রসারি ছাড়া সকল কিছু কেন যাবে। এর মেয়াদ রয়েছে ১৫ দিন (March 23)। ভাউচারের ব্যাপারে কিছু জানতে চাইলে অথবা কিনতে চাইলে আমাকে টেলিগ্রামে নক দিন।