Site icon Trickbd.com

কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি pdf download

Unnamed

কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি বই রিভিউঃ
এ বইটিতে কম্পিউটারের বিভিন্ন সরঞ্জামের নিয়ে লেখক আলোচনা করেছেন।
যা একজন নতুন লোকের জানা খুবই দরকার।
আপনি যদি কম্পিউটার ক্রয় করতে চান বা কম্পিউটার ক্রয় করেছেন কিন্তু কম্পিউটারারের পার্টপাতিগুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান নেই তাহলে আপনি এই বইটি পড়তে পারেন।

কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম যেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছেনঃ
১। প্রসেসর
২। কুলার ফ্যান
৩। মাদাবোর্ড
৪। হার্ড ডিস্ক
৫। র্যাম
৬। ডিভিডি রম
৭। পাওয়ার কেসিং
৮। কিবোর্ড

৯। মাউস
১০। মনিটর

এছাড়াও আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হতে চান বা হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে, কম্পিউটার কানেকশনস ও কানেক্টর পোর্ট সম্পর্কে।

এ বইটতে সংক্ষেপে প্রয়োজনীয় আলোচনাটুকু করেছেন কানেকশনস ও কানেক্টর পোর্ট গুলো নিয়ে।
যা আপনি একজন কম্পিউটার এক্সপার্ট কারো কাছ থেকে ১০০০ টাকা দিয়ে যা শিখতে না পারবেন, তা আপনি এই বইটি পড়ে বিনামূল্যে সবকিছু শিখে যাবেন।

নতুন কম্পিউটার কেনার পূর্বে যা জানা দরকার তা নিয়ে আলোচনা করেছেন এ বইটিতে।
এছাড়াও কম্পিউটারের পার্টস পাতি গুলো বিস্তারিত আলোচনা করেছেন স্টেপ বাই স্টেপ এ বইয়ে।

বইয়ের নামঃ কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি (Brief Inrroduction of computer Parts)
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৭ টি।
বইয়ের ধরনঃ বেসিক কম্পিউটার
পিডিএফ সাইজঃ ৫ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ কম্পিউটার ইতিহাস পিডিএফ

ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com