বি স্মার্ট উইথ মুহাম্মদ (সাঃ) বই রিভিউঃ
রাসুলের জীবনের শুরু থেকে শেষ অব্দি এ বইয়ে আলোচনা করেছেন বইয়ের লেখক।
সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধীকারী হলেন হযরত মোহাম্মদ সাঃ, তার মতো এতো ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ ছিলোনা আর ভবিষ্যতে তার মতো মানুষ আর আসবেও না আমাদের মাঝে। আমরা যদি নিজেকে স্মার্ট করতে চাই তাহলে রাসুলের জীবন অনুসরণ করে নিজেকে খাটি স্মার্ট ব্যাক্তি তৈরী করতে পারবো।
কারন তিনিই হলেন এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার জীবনে যে কাজগুলি করেছেন, যে রকম চলেছেন এ দূনিয়ায় সেভাবে যদি আমরা নিজেকে গড়তে পারি তাহলে আমরাও একজন স্মাট ব্যাক্তি হতে পারবো।
আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট ব্যাক্তির জীবনাদর্শ অনুসরণ করলেই আমরাও স্মার্ট ব্যক্তি হতে পারবো।
বি স্মার্ট উইথ মুহাম্মদ বইটি নিয়ে অনেকেরই অনেক আলোচনা – সমালোচনা রয়েছে, কিছু ভূলত্রুটি নিয়ে। লেখক একটা মানুষ সুতরাং তার ভূল হতেই পারে লেখার বা বলার মধ্যে তাই আমরা বা সমালোচনাকারীরা যদি ভূল ধরিয়ে দেয় তাহলে লেখক তার ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে তার বইটি সংস্করণ করে প্রকাশ করবে।
বইটির রকমারির পাঠকদের রেটিং দেখুনঃ
বইটির সূচিপত্রঃ
বইয়ের নামঃ বি স্মার্ট উইথ মুহাম্মদ (সাঃ)
বইয়ের লেখকঃ মাসুদ শরীফ, হিশাম আল আওয়াদি
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫০ টি।
বইয়ের ধরনঃ সীরাতে রাসুল
প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশনস
পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
সব ধরনের সিমের অফার পেতে এই সাইট টি ঘুরে আসুন,,,এবং অনেক অফার উপভোগ করুন। ছোট ভাই সাইট মনে করে একবার ঘুরে আসুন ভাইয়েরা
http://www.bestsimofferbd24.xyz