
হাদীসের নামে জালিয়াতি বই রিভিউ
একজন মুসলিম হিসেবে হাদীসের নামে জালিয়াতি বইটা সবারই পড়া উচিৎ। একজন জ্ঞানপিপাসু খাঁটি দ্বীনদার মুসলিমের জন্য এ বই পড়া অবশ্যই করণীয়।
এই বইয়ের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রানপন চেষ্টা করেছে লেখক আব্দুল্লাহ জাহাঙ্গীর।
এরপর দ্বিতীয় পর্বে লেখক আব্দুল্লাহ জাহাঙ্গীর আলোচনা করেছেন আমাদের সমাজের প্রচলিত ভিত্তিহীন বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক নিয়ে। জাল হাদীসের বিষয়ে লেখকের নিজের কোনো মতামত বইটিতে উলেখ করেনি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে – তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস রাসূলুলাহ (সাঃ) এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন লেখক মূলত সেগুলোর উপরেই নির্ভর করেছেন এবং তাঁদের মতামতই উল্লেখ্য করেছেন এ বইয়ে।
বইয়ের নামঃ হাদীসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
বইয়ের লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
বইয়ের ধরনঃ ইসলামিক
পিডিএফ সাইজঃ ৩ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
আরো পড়ুনঃ 👇
১। সাপ্তাহিক চাকরির খবর & ডাক পত্রিকা ১০ সেপ্টেম্বর ২০২১ pdf download
2 thoughts on "হাদীসের নামে জালিয়াতি pdf বই (+ সাপ্তাহিক চাকরির খবর & ডাক পত্রিকা ১০ সেপ্টেম্বর ২০২১ pdf download)"