মবি ডিক বই রিভিউঃ

মবি ডিক বইটি আমেরিকান লেখক হারম্যান মেলভিল এর লেখা বই, একটি সাদা বিশালাকৃতি তিমি শিকার নিয়েই লেখা এ বইটি। আমেরিকার অন্যতম জনপ্রিয় উপন্যাস হিসাবে বিবেচিত এ বইটি। মজার একটি বিষয় হলো এই বইটি বারাক ওবামার ও প্রিয়।

মবি ডিক বইটা মুলত সাগরের বিশাল আকৃতির একটি সাদা তিমি শিকার নিয়েই লেখা। সমুদ্রের এই বিশাল আকৃতির সাদা তিমির নামই ছিলো মবিডিক। এই তিমিকে কেউ শিকার করতে পারেনা, খুবই শক্তিশালী ও ভয়ংকর একটি প্রানি। এই সাদা তিমিকে যারাই শিকার করতে চেষ্টা করে তাদের কপালেই লেখা হয়ে যায় মৃত্যু।

সব কিছু জেনে শুনেও একদিন রওয়ানা দেয় একদল দুঃসাহসী শিকারীরা তারা চেষ্টা করে মবিডিককে ধরতে, তাদের অনেক ঝড় ঝঞ্জা সহ্য করতে হয়। তাদের মধ্যে কতোজনের যে প্রান হারিয়েছে আর কতো যে নৌকা ডুবেছে তার কোন হিসেব নেই। রহস্য রোমাঞ্চের জন্মদাতা সেই সাদা তিমি শেষ পর্যন্ত কি ধরা পড়ে? কী হয় স্টেইনবেকের? উত্তেজনায় শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের পাতা থেকে চোখ ফেরাবার উপায় নেই।

পদে পদে বিপদ দেখে কখনো বুক কাঁপে কখনো কষ্টে বুকটা মুঁচড়ে ওঠে। তিমি ও শিকারি দুই পক্ষের শেষ পরিনতি না জানা পর্যন্ত শান্তি মেলে না।

হারম্যান মেলভিলের লেখা অসাধারণ চমৎকার একটি বই। পিডিএফ পড়ার চেয়ে হার্ড কপি পড়ে বেশী মজা পাবেন, এমন একটি চমৎকার বই সবার পড়া উচিৎ, আন্তর্জাতিক বেস্ট সেলার একটি বই মবি ডিক।

বইয়ের নামঃ মবি ডিক
বইয়ের লেখকঃ হারম্যান মেলভিল
অনুবাদকঃ খসরু চৌধুরী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৩৯ টি।
বইয়ের ধরনঃ গল্পের বই
পিডিএফ সাইজঃ ১১ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download[

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

10 thoughts on "মবি ডিক pdf download (আন্তর্জাতিক বেস্ট সেলার বই)"

  1. (Mr. Merciless) Contributor says:
    আপনার সাইট আসলেই দারুণ।
    এভাবেই চালিয়ে যান।
    1. মোঃ হৃদয় Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
  2. gsm sohan Author says:
    Thanks. Vebechilam aj apnar post report dibo jodi download link a click korle kono website a niye jay. But direct download hoye gelo. Report r kora holo na. Thanks for share pdf.
    1. মোঃ হৃদয় Author Post Creator says:
      এখন থেকে সব ডাইরেক্ট লিঙ্কই পাবেন, ধন্যবাদ ভাই।
    1. মোঃ হৃদয় Author Post Creator says:
      ওয়েলকাম
  3. ashraf_islam Contributor says:
    ধন্যবাদ ভাই
    1. মোঃ হৃদয় Author Post Creator says:
      ওয়েলকাম ভাই।
  4. Sadaqur Contributor says:
    Onek age poresilam boita.
    1. মোঃ হৃদয় Author Post Creator says:
      ভালো, ধন্যবাদ ভাই।

Leave a Reply