Pdf বর্তমানে যাদের হাতে স্মার্ট ফোন আছে,তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বর্তমান ব্যস্ততার যুগে সময় করে গল্পের বই বা উপন্যাস বা অন্য যেকোনো বই পড়ার জন্য সময় কইজনেরই বা আছে?
তবুও কেউ যদি সময় করে বই কিনেও থাকে প্রথম প্রথম বই পড়ার আগ্রহ,ইচ্ছা থাকলেও পরবর্তীতে সেই আগ্রহ চলে যায় তারপর সেই বইটি অবহেলায়,অযত্নে পড়ে থাকে Bookshelf এর কোনো কোণায়।
আর এই ক্ষেত্রে আমাদের কাজে আছে যেকোনে বইয়ের Pdf.
তো আগে Pdf সম্পর্কে কিছু জেনে নেওয়া যাকঃ-
পিডিএফ কি?
PDF হলো একটি ফরমাট মাত্র, পিডিএফ এর পূর্নরূপ হলো Portable Document Format. ১৯৯০ এর দশকে চিত্রসহ ডকুমেন্ট উপস্থাপনের জন্য এই PDF তৈরি করা হয়েছিলো।
পিডিএফ এর কাজ কি?
PDF হলো এক ধরনের বিশেষ ফাইল ফরম্যাট যার মাধ্যমে টেক্সট, ছবি, গ্রাফিক্স গুলো সংরক্ষণ করা হয়। আপনি এগুলোকে যখন ইচ্ছা এডিট এবং প্রিন্ট করতে পারবেন।
এটাকে মূলত বিভিন্ন বই, ডকুমেন্ট বা নোটিশ ভার্চুয়াল ফরম্যাট হিসাবে আপানারা ব্যবহার করতে পারবেন।
যদিও বর্তমানে আমরা Pdf এর ব্যাবহার সবচেয়ে বেশি করে থাকি বই পড়ার জন্য।
যদিও পূর্বে সাহিত্য বা ইসলামী বা যেকোনে টাইপের বই ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যেতো,একদম সহজে।
কিন্তু কপিরাইটের কারণে অনেক ফ্রী Pdf পাওয়া যেতো এরকম সাইট বন্ধ হয়ে গেছে।
যদিও তারপর বর্তমানে Pdf ডাউনলোডের জন্য বেশিরভাগ মানুষ টেলিগ্রাম ব্যাবহার করে থাকে।
তবুও এইক্ষেত্রেও অনেকেই হয়রানি তে পড়তে হয়।
কারণ অনেক সময় প্রয়োজনীয় বই খুজে পাওয়া যাওয়া না।
আর পেলেও অনেকসময় দেখা যায় সেটা অন্য কোনো বই।
তাই আজকে আপনাদের এইসব সমস্যা সমাধানের জন্য আমি নিয়ে এসেছি pdf এর সবচেয়ে বড় সংগ্রহ নিয়ে।
যার পরিমাণ প্রায় ১৮ জিবি।আর যেখানে আছে ১৬০০ এরও বেশি বাংলা বই pdf আকারে।
যে বিষয় গুলোর ওপর pdf পাবেনঃ-
1.সাহিত্য
2.ইসলামি বই
3.Motivational
তো আর দেরি কেনো?সরাসরি লিংকে যান আর ডাউনলোড করে নিন আপনার পছন্দের বই।
আপনাদের পছন্দ মতো বই উপরের লিংক থেকে ডাউনলোড করুন আর অবসর সময়ে পড়তে থাকুন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
আল্লাহ হাফেজ
5 thoughts on "আজ নিয়ে নিন বাংলা pdf বই এর সবচেয়ে বড় সংগ্রহ,যেখানে আছে প্রায় ১৬০০ টি বাংলা Pdf"