ভুতুড়ে ঘড়ি বই রিভিউঃ
লাটুর দাদুর বড্ড ভুলো মন। এই অব্দি তার ৩২২ টি ঘড়ি হয় হারিয়েছে, একটাও চুরি হয়েনি। কিন্তু ঘড়ি তার পরা চাইই চাই। শেষে তার বড় ছেলে কলকাতা থেকে একটা ঘড়ি কিনে আনলো, ঘড়িটাতে ২৪ টি ঘন্টার কাটা এবং সেকেন্ডের কাটা তো আছেই। ঘড়িটা দেখে দাদু খুশিই হয়েছিলেন। কিন্তু রাতেই সেই খুশি মিলিয়ে গেলো।
দেখা গেলো রাত্রে ঘড়ি থেকে ছেলে মেয়ের কথার আওয়াজ, কাকের ডাক, বাজনার আওয়াজ সহ বিভিন্ন শব্দ হচ্ছে। এই শব্দগুলোও ভাড়ি অদ্ভুত। হারানবাবু কখনো ভূত বিশ্বাস করে নি। সে বরাবরি নাস্তিক। কিন্তু এইবার কেনো যেনো তার মনে হলো এ ভূতের কান্ড ছাড়া আর কিছুই নয়। তিনি পরদিনই ছুটলেন তার বন্ধু জটাই তান্ত্রিকের কাছে। তাকে ভুতুড়ে ঘড়িটি দিয়ে আসলেন।
এর কিছুকক্ষন পরই আশ্চর্য ঘটনা ঘটে। জটাইদাদুর মস্তিষ্কের বিকৃতি ঘটে। পরে তার থেকে বিজ্ঞানী গর্ডন সাহেব ঘড়িটা নিয়েছিল, তারও একই অবস্থা। লাটু ঘড়িটাকে চুপিচুপি নিজের ঘরে নিয়ে আসে। পরে অবাক কান্ড! ঘড়িটা লাটুর সাথে কথা বলে। আসলে এটা কোনো ঘড়ি নয়। এটা এক অত্যাধুনিক যন্ত্র। এই শক্তিশালী যন্ত্র যার কাছে যাবে সে ই মহাবিশ্বের মালিক হবে। তবে যারতার কাছে গেলে হবে না, উপযুক্ত লোকের প্রয়োজন।
এই যন্ত্র নিতে আসছে অন্য গ্রহের লোকজনেরা, তারও আগে আসছে রামরাহা। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান ও দ্রুতগতি সম্পন্ন পুরুষ রামরাহা। সে ঘড়ির জন্য পৃথিবীও ধ্বংস করতে পারে!
বইয়ের নামঃ ভুতুড়ে ঘড়ি
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৮ টি।
বইয়ের ধরনঃ সায়েন্স ফিকশন বই / ভূতের গল্পের বই
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Download Now
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।