উপন্যাসটি মূলতো দিপু নামের একটা ছেলের স্কুল জীবন নিয়ে লিখা।দিপুর বাবা প্রতিবছর নিজের জায়গা বদলি করেন তাই দিপুকেও তার বাবার সাথে প্রতিবছর অন্য জায়গায় যেতে হয়। কিন্তু এটা দিপুর একদম ভালো লাগে না।কারণ সে তার বন্ধু বান্ধবদের সাথে এক বছরের বেশি থাকতে পারেনা তার উপরে আবার প্রতিবছর নতুন বন্ধু তৈরি করা একটা বিরক্তিকর কাজ।
এবারো দিপু তার বাবার সাথে নতুন জায়গায় এসেছে প্রতি বছররের ন্যায়।নতুন স্কুলে ভর্তি হয়েছে। তারপর এক পর্যায়ে দিপুর তারিক নামে একটা ছেলের সাথে স্কুলে শত্রুতা শুরু হয়। তারিক অনেকটা গুন্ডা টাইপের ছেলে, তারিকসহ আরো দুইজন মিলে একবার দিপুকে ধরে ইচ্ছামতো মাইরও দেয় কিন্তু শেষ পর্যায়ে দিপুর সাথে তারিকের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। এবং তারিক দিপু ও তাদের বন্ধুরা মিলে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ স্মাগলারদের কে খুব কৌশলের সাথে পুলিশের কাছে ধরিয়ে দেয়।এবং তারা এর জন্য সরকার থেকেও পুরস্কার পায়।আর বাকীটা আপনারা পড়লেই বুঝবেন।
পুরো উপন্যাসটার শেষ অংশটা ছিলো মূলতো সবচেয়ে বেশি রোমাঞ্চকর। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ডাউনলোড লিংক :Download Dipu Number Two
You must be logged in to post a comment.
tnxx
???
https://www.studentinfobd.com
Spoken English PDF Book লাগবে
https://www.studentinfobd.com
https://www.studentinfobd.com