Site icon Trickbd.com

দেখুন কিভাবে আপনার পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস সাইটের সকল ইউসারদের একসাথে সুভ সকাল সুভো রাত সব জানাবেন…

Unnamed

প্রথমে সবাই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি[b]

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আসলে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আপনি আপনার সাইটের ভিসিটর দের স্বাগতম জানাবেন এবং সকালে (সুভ সকাল),,বিকালে (সুভ অপরাহ্ন),,এবং রাতে (সুভ রাত্রি),, এবং গভির রাত্রে আবার জানাবে যে (আপনার সপ্ন সুন্দর হোক)।।

[b]নিচে একটি পিক দিলাম ডেমো হিসেবে কোড টা আমার বড় ভাইয়ের সাইটে লাগানো আছে তাই।।

এই কোড টা আগে একটা সময় ওয়ার্ডপ্রেস এর এত ব্যাপকতা না থাকায় প্রায় ওয়াপকার সাইট গুলিতে দেখা যেতো তাই আমি এটাকে ওয়ার্ডপ্রেসে ব্যাবহার উপযোগী করেই আপনাদের শেয়ার করিলাম

এবার কিভাবে আপনার সাইটে অই ডেমো পিক টার মত তা দেখাবো চলুন তবে ওয়ার্ডপ্রেসে জারা মোটামুটি অভিজ্ঞ তাদের আর না বল্লেও চলবে যাই হোক দেখুন

আমি কোড টা নিচে txt ফাইল হিসেবে দিয়ে দিবো ডাউনলোড কইরা অইটার ভিতরের কোডটা নিয়া নিবেন ঠিকাছে আর কোথাও কিছু না বুঝলে প্লিজ কমেন্ট এ জানাবেন আমি বা আমার থেকেও ভালো অভিজ্ঞ ভাইয়েরা আছে তারা অবশ্যই হেল্প করবে

যাই হোক বেসি কথা না বইলা নিচে একনজরে দেখি কিভাবে কোড টা বসাবো প্রথমে আপনার সাইটে জান লগিন করেন তারপর আপনার ডাসবোর্ডে যান →(Dashboard>>→Appearance>>→Editor>>→header.php ওপেন করুন এবং যেখানে ইচ্ছা মানে আপনি যেখানে এইটা দেখাতে চান সেখানে বসিয়ে দিন ব্যাস) এর পর আরো ক্লিয়ার বুঝার জন্য নিচের পিক গুলি দেখতে পারেন

ছবি ১নং-

ছবি ২নং-

ছবি ৩নং-

→→সার্ভার ১ থেকে ডাউনলোড

বিঃদ্রঃ-সার্ভার ১ থেকে ডাউনলোড করাটা ভালো কোন সমস্যা হবে না কোডে আর সেটা না হলে এই লিংকে যান…

এখান থেকে কপি কতেও পারেন

ফুল ক্রেডিটঃ-HiraPakhi→পোস্টটি কস্ট করে তারি লেখা।।।।

সবাই ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন