ট্রিকবিডি এর পক্ষ থেকে আজ থেকে
আমি আপনাদের শেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এর থিম
ডেভেলপমেন্ট করবেন।
ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট
সিস্টেম । বর্তমানে যত ওয়েবসাইট করা হচ্ছে তার মধ্যে
বেশিরভাগ ওয়েবসাইটই করা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ।
তাই এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বাড়ছে ।
এই টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য কিংবা
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার
আগে থেকেই কিছু কাজ অবশ্যই জানতে হবে
১/ এইচ টি এম এল,
২/ সি এস এস,
পারতে হবে),
৪/ জেকোয়ারী ( শুধুমাত্র ধারণা থাকলেই চলবেনা,
প্রফেশনাল পর্যায়ের জেকোয়ারী এর কাজ পারতে হবে ),
৫/ জেকোয়ারী প্লাগিন্স,
৬/ বুটস্ট্যাপ,
৭/ ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন
৮/ ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন কাস্টমাইজেশন
(শুধুমাত্র ধারণা থাকলে চলবেনা)
তো শুরু করা যাক, যেহেতু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
করার জন্য পিএইচপি অবশ্যই জানতে হয়, অনেকেই
পিএইচপি কোডগুলো মোটামুটি বুঝেই কপি পেস্ট করে
কাজ করে, যা মোটেও ঠিক না, পিএইচপি শিখেই তারপর
থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করা উচিত,
তাই আমি প্রথমে পিএইচপি এর ব্যাসিক থেকেই শুরু
করেছি, যখন যেই পিএইচপি লাগবে তখন সেটা আগে
Wait For Next TuT