বিসমিল্লাহির রাহমানি রাহিম
আসসালামু আলাইকুম!!
কেমন আছেন সবাই?? আমি আল্লাহ্র রহমতে ভাল আছি। আজকে আমি যে বিষয়ে লিখতেছি এটি আশাকরি সবার ভাল লাগবে। আর যদি আপনি আমার সবগুলো পোষ্ট পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই একজন web developer হতে পারবেন।
আমি আজ থেকে আপনাদেরকে যে বিষয়টি শিখাতে যাচ্ছি তা আমার মনে হয়না এর আগে কখনো কেউ শিখাইছে।
ভাইয়া আমরা অনেকেই চাই web development এর কাজ শিখতে। অনেকেই google এ সার্চ করে অনেক আর্টিকেল পড়ি বা youtube এ সার্চ করে অনেক ভিডিও দেখি।কিন্তু দুখের বিষয় হচ্ছে এসব টিউটোরিয়ালে pc ছাড়া কাজ করা অসম্ভব।
কিন্তু আমাদের সবার ত আর pc নাই তাই আমরা হতাস হয়ে পড়ি।
কিন্তু আজ থেকে আমি আপনাদেরকে সম্পুর্ণ কাজ শিখাবো এন্ড্রয়েড মোবাইল দিয়েই।
অনেক কথা বলে ফেললাম,, যাই হোক চলুন মুল পোষ্টের দিকে এগুই,,,,,,,
আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের Android phone কে localhost এ পরিণত করব। তাও আবার সেম ২ সেম পিসি এর মতো।
Ok start now…
১ম এ Google থেকে php runner এর শেষ version এর আগের version টা download করে নিন।
App Name:- PHP Runner
App size:-16 Mb
বি:দ্র:- আমি অনেক গুলো apps use করছি। তার মধ্যে এটাই best.
apps টি download করে install করুন। তারপর open করুন।
উল্লেখ্য যে আপনার ফোনের data connection on রাখুন।
তারপর নিচের sshoot অনুযায়ী কাজ করুন।
ব্যাস কাজ শেষ। আপনার Android phone টি এখন localhost হিসেবে কাজ করবে।
চলুন দেখে নেই কাজ করে কিনা!!??
উল্লেখ্য যে এখন আপনার ফোনের data connection off করুন।
এবার আপনি chrome browser টি open করুন,,
আর address বার এ লিখুন
http://localhost:8080
নিচের sshot লক্ষ্য করুন
এখন Go তে বা inter এ ক্লিক করুন।
এবার দেখুন আপনার browser এ php show করছে নিচের মতো।
তার মানে আমরা সফল ভাবে কাজটি সম্পূর্ণ করতে পারছি।
★★বি:দ্র:- আপনারা যদি পরবর্তী পর্ব গুলো চান তবেই আমি পরবর্তী পর্বগুলো দিব ইনশাআল্লাহ।
আবার পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ!!
সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।
এছাড়াও যেকোন. সাহায্য বা সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ।
My facebook I’d:-
Mãhbûb Ñãsîr