বিসমিল্লাহির রাহমানি রাহিম
আসসালামু আলাইকুম!!
কেমন আছেন সবাই?? আমি আল্লাহ্র রহমতে ভাল আছি। আজকে আমি যে বিষয়ে লিখতেছি এটি আশাকরি সবার ভাল লাগবে। আর যদি আপনি আমার সবগুলো পোষ্ট পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই একজন web developer হতে পারবেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যারা আগের পর্ব গুলো দেখেননি তারা এখান থেকে দেখে নিন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
গত পর্বে সবচেয়ে সেরা ৩ জন কমেন্টারদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এবং আজকের পর্ব তাও আপনাদের লক্ষেই দিচ্ছি,,
কেননা, আমার মনে হয় এরাই এবং যারা কমেন্ট করেছেন তারাই আমার পোষ্ট পড়ে একটু হলেও উপকার পেয়েছেন।
অনেক কথা বলে ফেললাম,, যাই হোক চলুন মুল পোষ্টের দিকে এগুই,,,,,,,
আজকে আমরা আমাদের localhost এ database create করব এবং password create করব।
Ok start now…
১ম এ আপনি php runner app টি ওপেন করুন এবং start button টি চাপুন।
এখন এপ্সটি মিনিমাইজ করে রাখুন।
তারপর আপনি chrome browser টি ওপেন করুন।এবং address ber এ লিখুন,,,
http://localhost:8080
দেখুন নিচের মতো পেজ এসেছে কিনা??
যদি এরকম আসে তাহলে বুজতে হবে আপনার localhost টি এখন সচল আসে।
তো এখন নতুন আর ১টি tap ওপেন করুন।
এবং address বার এ লিখুন,,,
http://localhost:8080/phpmyadmin
এখন username: root
password: ফাকা রাখুন
এবং go button এ ক্লিক করুন।
এখন উপর থেকে database এ ক্লিক করুন।
তারপর create database এ ক্লিক করুন।এখন যে ২টি বক্স এসেছে তার ১ম বক্সে লিখুন wp এবং ২য় বক্সে ক্লিক করুন।তারপর ফাকা বক্সটি সিলেক্ট করুন।
এখন নিচের মতো Create button এ ক্লিক করুন।
দেখুন নিচের মতো database wp has been created লেখা এসেছে কিনা?
এখন দেখুন আমি যে wp database বানালাম সেইটা এখানে দেখাচ্ছে।
আপনার তাও দেখাবে। যদি না দেখায় তাহলে আপনার বুজে নিবেন আপনার কোথাও ভুল হইছে।
এখন আমরা database এ login করার জন্য password create করব।
step-1
step-3
step-4
আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা কে কে আমার সাথে এই web development & wordpress theme development শিখতে রাজি আছেন?? একটু কমেন্টে বইলেন।
বি:দ্র:- আমার পোষ্টটি আপনার কেমন লাগলো এবং পরবর্তী পোষ্ট কে কে চান?তারা কমেন্টে জানান।
আবার পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ!!
সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।
এছাড়াও যেকোন. সাহায্য বা সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ।
My facebook I’d:-
Mãhbûb Ñãsîr