Site icon Trickbd.com

সম্পুর্ণ offline এই শিখুন wordpress theme development আর website বানান নিজের মনের মতো করে। (পর্ব -১) {By Nasir}

Unnamed

বিসমিল্লাহির রাহমানি রাহিম

আসসালামু আলাইকুম!!

কেমন আছেন সবাই??

Trickbd এর মতো সাইট বানান offline এ, না দেখলে চরম মিস করবেন। (শেষ পর্ব সাথে বিস্তারিত) {By Nasir}
যারা দেখেন নি তারা দেখে নিতে পারেন।


আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর জন্য যা কিছু জানা দরকার সে সম্পর্কে আলোচনা করব।আশাকরি সবাই সম্পুর্ণ পোষ্টটি পড়বেন।

Wp theme development শিখার আগে কি কি শিখতে হবে!!??


★ HTML
★ CSS (এই সম্পর্কে ভালো জ্ঞান থাকলে ভালো ডিজাইন করতে পারবেন।)
★ Javascript
★ Jquary
★ PHP (মুলত এটিই সব সময় দরকার হবে)

আমরা যদি এগুলো কিছুই না পারি তাহলে কি wp theme development শিখতে পারব না!??


না পারব না। কেননা এগুলো সম্পর্ক এ basic কিছু তো জানতেই হবে।

তবে চিন্তার কোনো কারন নেই,,, আমি আছি তো।।
আমি css থেকে সব শিখিয়ে দেব।

এছাড়াও আজ দেখলাম Sajeeb ভাই ও html নিয়ে পোষ্ট করতেছেন।
আমি তাকে ধন্যবাদ জানাই।

কেননা আমি একা যদি html থেকে php পর্যন্ত শিখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে।

এখন প্রশ্ন হলো আজকে আমরা কি থেকে শুরু করব???


★আমরা php থেকেই শুরু করব।

ত চলুন কাজ শুরু করে দেই।

১ম এ আপনি আপনার Es File Explorer টি ওপেন করুন।
এবং htdocs folder টি খুজে বের করে ওপেন করুন।

এখন এই folder এর ভেতরে PhpClass নামে একটি নতুন folder বানান।

উল্লেখ্য যে লেখার মাজে কোনো ফাকা রাখবেন না।

নিচের চিত্রটি দেখলেই বুজবেন।

এখন PhpClass folder টি ওপেন করুন এবং নতুন একটি index.php নাম দিয়ে file বানান।

এখন php runner app টি ওপেন করুন এবং start এ ক্লিক করুন।

start হয়ে গেলে stop লেখা আসবে।

এখন এটি মিনিমাইজ করে আপনার chrome অথবা সেটের ডিফল্ট ব্রাউজার ওপেন করুন।
এবং
http://localhost:8080/PhpClass
এই এড্রেসে যান।

দেখুন নিচের মত সাধা পেজ আসবে।

এখন আবার আপনার ES File Explorer এ প্রবেশ করুন।
তারপর SDcard > htdocs > PhpClass > index.php
উপরের মত করে index.php file টি খুজে বের করে ওপেন করুন।

এখন ES Note Editor এ ক্লিক করুন।

এখন ১ম এ 3dot এ ক্লিক করুন। তারপর Eidt এ ক্লিক করুন।

এখন নিচের চিত্রটিতে যেটুকু কোড দেওয়া আছে সেটুকু কোড লিখুন।এবং সেভ করুন।

এখন আবার আপনার ব্রাউজার টি ওপেন করুন এবং একটি রিলোড দিন।

দেখুন নিচের মতো পেজ আসবে।

ত আজ এ পর্যন্তই।।।


গত পোষ্টে বলেছিলাম যে ভিডিও বানাবো কিন্তু সেই পোষ্টে শেষের দিকে কেউ কেউ বলছেন আমি নাকি ধান্দা করতেছি। সো আমি ভিডিও বানাবো না।

আমি তো আপনাদের সুবিধার জন্যই বানাতে চাইছিলাম।

কমেন্ট তা পড়ে খুব খারাপ লাগলো। এত কষ্ট করে পোষ্ট করে যদি খারাপ কমেন্ট পাই তাহলে পরবর্তীতে পোষ্ট করার মন মানসিকতা থাকে না।


আজকের পোষ্টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি কি আপনাদের কিছু শিখাতে পারতেছি???আপনারা যদি চান তবেই পরবর্তী পোষ্ট করব ইনশাআল্লাহ।

সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।

এছাড়াও যেকোন সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

My facebook I’d:-
Mãhbûb Ñãsîr

Exit mobile version