আসসালামু আলাইকুম বন্ধুরা।
আজকে আমি আপনাদেরকে দেখাব,
কীভাবে PHP Code Android এ রান করবেন
যদি আগে এই টিউটোরিয়াল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন। যারা জানেন তারা দূরে থাকুন।
আপনারা জানেন PHP Run করতে Server এর প্রয়োজন হয়। আর এই Server PC তে ইন্সটল করার জন্য Windows এ XAMPP Install করতে হয়। কিন্তু Android এ PHP Run করার জন্য XAMPP Apps টি নেই। XAMPP হল একটি Server। যাইহক মূল কথাই আসি।
এখন আমরা মোবাইলে php install করব। তো নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
প্রথমেই কয়েকটা Apps ইন্সটল করতে হবে।
তো প্রথমে প্লে স্টোর এ যান এবং Server for php লিখে সার্চ করুন। আমি Link দিয়ে দিচ্ছি।
তারপর এটি ইন্সটল করে ওপেন করুন। ওপেন করলে নিচের মত দেখাবে:
আপনারা PHP 7.2.0 (build #0), 31MB তে click করবেন। মানে সবার প্রথম টা।
এরপর নিচের মত ইন্সটল নিবে। ৩-৪ মিনিট সময় নিবে।
ইন্সটল হওয়ার পর নিচের মত দেখাবে:
এখানে START SERVER এ ক্লিক করুন।
তারপর আপনার Server Automatic চালু হয়ে যাবে।
এখন Code লিখার পালা। যেকোন একটি Code Editor Open করুন। এবং Simple একটি Code লিখুন।
এখন আপনি এই Code টি অবশ্যই নিচের directory অনুযায়ী Folder open করবেন।
এই directory এর ভিতর একটি public নামক Folder আছে সেখানে Save করবেন।
তবে একটা কথা। অবশ্যই আপনার code করা file টির নাম (Any one)(.php) .php বাধ্যতা মূলক দিবেন এবং Save করবেন।
এখন আপনার ফোনের Browser Open করুন এবং 0.0.0.0:8080 লিখে Search করুন।
And injoy.
যদি কেও না বুঝেন তাহলে Comment করুন খারাপ ভাষায় Comment কইরেন না।
না বুঝলে ভিডিও দেখুন:
আমার Social ID
Facebook