আজকের বিষয়
আজকের বিষয়: “[পর্ব ১] এবার বাংলা ভাষায় ফুল HTML শিখুন, না দেখলে মিস করবেন!!”।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
আজ আমি আপনাদের মাঝে Html শিখানোর একটা Tutorial নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের আমার সাধ্যমতো Html কোডিং শেখানোর চেষ্টা করব। আমার সবগুলো Tutorial পড়ে আশা করি আপনি Html এ জিরো থেকে হিরো হয়ে যাবেন। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তাই আমার সাথেই থাকুন।
What is HTML??
Html হল ওয়েব পেজ তৈরির জন্য Standard Markup ল্যাঙ্গুয়েজ।
- Html মানে হলো Hyper Text Markup Language.
- Html Markup ব্যবহার করে ওয়েব পেজের গঠন বর্ণনা করে।
- Html Elements হলো Html পেজের বিল্ডিং Block.
- ট্যাগ দ্বারা Html উপাদান প্রতিনিধিত্ব করা হয়।
- Html ট্যাগ “Heading”, “Paragraph”, “Table”, ইত্যাদি বিষয়বস্তুর নির্দেশ করে।
- Browser HTML ট্যাগ প্রদর্শন করে না, তবে পেজটির বিষয়বস্তু Render করার জন্য তাদের ব্যবহার করা হয়।
নিচে একটি সহজ Html উদাহরণ দেখুন
[!DOCTYPE html][html][head][title] Page Title [/title][/head][body][h1] My First Heading[/h1][p] My first paragraph. [/p][/body][/html]
নিচে উদাহরণ এর ব্যাখা দেখুন
- [! DOCTYPE html] এই ডকুমেন্টকে HTML5 হিসাবে নির্ধারণ
করে। - [Html] Tag একটি HTML পেজের মূল উপাদান।
- [Head] Tag টি Meta তথ্য গুলোকে অন্তর্ভুক্ত করে।
- [Title] Tag টি শিরোনাম কে বোঝায়।
- [Body] Tag টি Visible পেজের বিষয়বস্তু ধারণ করে।
- [H1] Tag টি একটি বড় শিরোনাম কে বোঝায়।
- [P] Tag টি একটি অনুচ্ছেদ কে বোঝায়।
আজ আর নয়। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। আমরা ধিরে ধিরে সবকিছু শিখবো। আশা করছি আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। যারা বাংলাতে Html ফুল শিখতে চান তারা সবসময় আমার সাথে থাকুন।
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।