Site icon Trickbd.com

[পর্ব ১] এবার বাংলা ভাষায় ফুল HTML শিখুন, না দেখলে মিস করবেন!! [A TO Z]

Unnamed

আজকের বিষয়

আজকের বিষয়: “[পর্ব ১] এবার বাংলা ভাষায় ফুল HTML শিখুন, না দেখলে মিস করবেন!!”।

টপিক বিষয়ক কিছু কথা

আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।

চলুন এখন আমরা কাজে চলে যাই

আজ আমি আপনাদের মাঝে Html শিখানোর একটা Tutorial নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের আমার সাধ্যমতো Html কোডিং শেখানোর চেষ্টা করব। আমার সবগুলো Tutorial পড়ে আশা করি আপনি Html এ জিরো থেকে হিরো হয়ে যাবেন। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তাই আমার সাথেই থাকুন।

What is HTML??

Html হল ওয়েব পেজ তৈরির জন্য Standard Markup ল্যাঙ্গুয়েজ।

নিচে একটি সহজ Html উদাহরণ দেখুন

 [!DOCTYPE html][html][head][title] Page Title [/title][/head][body][h1] My First Heading[/h1][p] My first paragraph. [/p][/body][/html]

নিচে উদাহরণ এর ব্যাখা দেখুন

Exit mobile version