আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা সবসময় যেনো ভালো থাকেন আমি এই কামনায় করি।
তো আজকে আমি আপনাদের মাঝে একটা Grabber Script নিয়ে হাজির হলাম। এই Script টাও পেইড বাট আমি ফ্রিতে শেয়ার করতেছি শুধু আপনাদের জন্য। এই স্কিপ্ট আমি নিজেই দুই জনের কাছে টাকা দিয়ে বিক্রি করেছি। আজ শুধু আপনাদের জন্য স্কিপ্ট টা ফ্রিতে শেয়ার করছি।
বিখ্যাত ডাউনলোড সাইট Waptrick.Com এর কথা জানেনা এমন লোক পাওয়া কঠিন। আজকে আমি এই সাইটের ই Grabber স্কিপ্ট নিয়ে হাজির হলাম। আপনারা আপনার সাইটের সাব ডোমেইনে স্কিপ্ট টা সেট করে নিয়ে আপনার সাইটের মান বাড়াতে পারবেন। তাছাড়া এই স্কিপ্ট টা ফ্রি হোস্টিং এও সাপোর্ট করবে। স্কিপ্ট টা আমার পরিক্ষাকৃত। এটা ১০০% কাজ করবেই।
এবার Script ডাউনলোড করার পালা:
Script Direct Download Link: [Click Here]
যেভাবে Script টা Install করবেন:
আপনারা প্রথমে স্কিপ্ট টা ডাউনলোড করে আপনার ফোনে Unzip করবেন তারপর Logo টা চেন্স করে নিবেন এবং Config.Php ফাইল টা ওপেন করে Domain Information এবং ট্যাগ চেন্স করে দিবেন। তারপর আবার ফাইল টা জিপ করে দিবেন। এবার সাইটের ফাইল ম্যানাজার থেকে Public_html এ গিয়ে স্কিপ্ট টা আপলোড করে আনজিপ করে ফেলুন। ব্যস কাজ শেষ।
বি: দ্র: কেউ Try না করে অযথা কমেন্ট অথবা Report করবেন না।
আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে অথবা কমেন্টে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ।