Site icon Trickbd.com

এখন থেকে আর PC লাগবে না আপনার মোবাইলই হয়ে যাবে PHP HOST (Install PhP in Mobile )

Unnamed

আসসালামু ওয়ালাইকুম!
কেমন আছেন প্রিয়ো বন্ধুরা?
আশা করি ভালোই আছেন।

আজ আর বেশি কথা বলিবো না চলুন মূল আলোচনায় চলে যায়।


আমরা যারা php তে কাজ করি বা নতুন যারা php শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোষ্ট টি আশা করি অনেকের উপকারে আসবে।

এমন অনেকে আছেন যাদের pc নেই বা এমন অনেক সময় থাকে যখন আমাদের মাথায় নতুন কোন প্লেন আসে তখন হয়তো পাশে pc না থাকায় আমরা আমাদের প্লেন মতো php ফাইল টিকে রান করাতে পারি না।

আজ থেকে আর এই সমস্যা হবে না এখন আপনি আপনার হাতের স্মার্ট ফোন এর মাঝেই php রান করাতে পারবেন।


এর জন্য দরকার হবে ছোট্ট একটি App এর


এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন (Apkpure Link 19MB)

এখন App টি open করে প্লে Button এ ক্লিক করুন

কাজ শেষ


আপনি আপনার site দেখার জন্য আপনার সেট এর ব্রাউজার এ 127.0.0.1:8080 তে যান

সবই তো হলো এখন সাইট এর ফাইল কোথায় রাখবেন?



হুম!
আপনার ফোন মেমোরিতে দেখুন pws নামে একটি ফোল্ডার হয়েছে।

তার ভেতর দেখবেন WWW নামে আরেকটি ফোল্ডার সেখানে সাইট এর ফাইল রাখুন।



আশা করি বুঝতে পেরেছেন।
না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ