কেমন আছেন প্রিয়ো ট্রিকবিডি বন্ধুরা আশা করি ভালো আছেন।
আমরা যারা PHP নিয়ে কাজ করি তাদের অনেক সময় এমন সমস্যায় পরতে হয় যেখানে নিজের হোষ্ট এর লোকাল ডাটাবেইজ ছাড়াও অন্য হোষ্ট এর ডাটাবেজ থেকে নিজের সাইটে তথ্য আনতে হয় যার জন্য আমাদের জানা দরকার কি ভাবে Remote MysQL দিয়ে এটি করা সম্ভব।
এছাড়া অনেকে ফ্রি হোষ্ট নিয়ে কাজ করে তাদের জন্য এটি অনেক কাজে লাগে।
যেমন সাধারণত ফ্রি হোষ্ট এ mysql এর সমস্যা থাকে।
এই ক্ষেত্রে আপনি Remote mysql এর মাধ্যমে আপনার বন্ধুর হোষ্ট এর Database দিয়ে আপনি চলতে পারবেন।
আর কথা না বলে চলুন দেখি এটি কি ভাবে করতে হয়ঃ
ধরুন যে হোষ্ট এ আপনার সাইট টি তা হলো A এবং আপনার বন্ধুর হোষ্ট যেটার Databases আপনি ব্যবহার করবেন তা হলো B
এখন আপনি B হোষ্ট থেকে হোষ্ট ip টি সংরক্ষণ করুন।
এখন হোষ্ট A এর CPanel এ লগিন করুন এবং Remote MYsql এ যান।
সেখানে আপনার সংরক্ষিত হোষ্ট B এর ip টি যুক্ত করে দিন।
কাজ শেষ।
এখন এই Databases সাইটে যুক্ত করতে শুধু Localhost এর স্থানে হোষ্ট B এর ip টি দিয়ে দিন।
ভালো থাকবেন।ধন্যবাদ।