আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন
আজকের পোস্টে আপনাদেরকে দেখাব কিভাবে ফ্রিতে আনলিমিটেড হোস্টিং নিবেন এবং কিভাবে স্ক্রিপ্ট ইন্সটল দিবেন
তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি পোস্টে চলে যায়
কিভাবে হোস্টিং নিবেন
ফ্রী আনলিমিটেড হোস্টিং এর জন্য এখানে ক্লিক করুন
ক্লিক করার পর সাইন আপ এ ক্লিক করুন
সাইন আপ এ ক্লিক করার পর আপনার সাইটের নাম আপনার পাসওয়ার্ড এবং আপনার ইমেইল এড্রেস দিয়ে ও সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন এরকমভাবে
রেজিস্টার এ ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আপনাকে ইমেইল ভেরিফিকেশন করতে হবে
ইমেইল ভেরিফাই করার জন্য আপনার জিমেইল এর স্প্যাম ফোল্ডারে ঢুকুন
দেখবেন এখন একটা মেসেজ এসেছে
মেসেজ টি ওপেন করুন ওপেন করার পর দেখবেন নিচে একটি লিংক আছে লিংক কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে দিবেন এরকমভাবে
লিংকটি পেস্ট করার পর এরকম একটি লোড হবে কিছুক্ষণ অপেক্ষা করুন
কিছুক্ষণ লোড হওয়ার পর দেখবেন এরকম একটা পেজ আসবে এই যে এটা আপনার সাইটের লিংক লিংক টা কপি করে নিবেন
এখান থেকে আপনার ইউজারনেম টি কপি করে নিন এরকমভাবে
এখান থেকে সিপ্যানেল লিংকটিতে ক্লিক করুন এরকম ভাবে
লগ ইন এ ক্লিক করার পর I Aprove এ ক্লিক করুন এরকম ভাবে
এখান থেকে ডাটাবেস এ ক্লিক করুন স্ক্রিনশট এ দেখানো জায়গায়
ক্লিক করার পর ডাটাবেজ নেম দিন db স্ক্রিনশটে দেখানো জায়গায়
ডাটাবেজ নাম দেয়ার পর Create Database এ ক্লিক করুন
ডাটাবেস Create করার পর সকল তথ্য গুলো কপি করে রাখবেন ইনস্টল করার সময় দরকার হবে
তারপর ব্যাক করে আবার সি-প্যানেলে ফিরে যান ফিরে যাওয়ার পর ফাইল ম্যানেজার এ ক্লিক করুন স্ক্রিনশটে দেখানো জায়গায়
তারপর এখান থেকে htdocs এ ক্লিক করুন
ক্লিক করার পর আপলোড আইকনে ক্লিক করুন
এখান থেকে আপলোড জিপ এ ক্লিক করে আপনার স্ক্রিপ্ট সিলেট করে আনজিপ করে দিবেন
ব্যাস আপনার সিপানেল এর কাজ শেষ
কিভাবে ইন্সটল দিবেন
জিপ ফাইলটি আনজিপ করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্ক এ ক্লিক করুন
আপনার ওয়েব সাইটে ঢোকার পর ইন্সটল করার জন্য কিছু অপশন আসবে অপশন গুলো ডাটাবেসের ইনফরমেশন দিয়ে ইন্সটল করতে হবে
এখানে আপনার ডাটাবেজের হোস্ট দিন
এখানে আপনার ডাটাবেজ ইউজার নেম দিন
এখানে আপনি রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন
এখানে আপনার ডাটাবেসের নাম দিন
এখানে আপনার সাইটের নাম দিন
এখানে আপনার সাইটের লোগোর লিংক দিন
এখানে আপনার এডমিন পাসওয়ার্ড দিন যে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইটে লগিন করবেন
এখান থেকে Run The Install এ ক্লিক করুন
ক্লিক করার পর দেখবেন Installations Complete লেখা আসছে
ব্যাস এখন আপনার সাইটে গিয়ে দেখুন আপনার সাইট তৈরি হয়ে গেছে
আশা করছি সবাই বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন
পোস্টটি ভাল লাগলে
আমার সাইটটি ঘুরে আসবেন
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
অনেক কষ্ট করে পুরো পোস্টটি লিখলাম
কোন ভুল হলে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন
ইনশাআল্লাহ আবারও নতুন আরেকটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব
সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু