Site icon Trickbd.com

সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিন ট্রিকবিডি র টিম পি,এইচ,পি স্ক্রিপ্ট | ব্লগারের জন্য কোড

Unnamed

 

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।  আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

ট্রিকবিডি বাংলাদেশের টেকনোলজি বিষয়ক জনপ্রিয় একটি সোশ্যাল সাইট, ট্রিকবিডির প্রত্যেকটা জিনিস সকলের কাছে খুবই প্রিয়।

ট্রিকবিডির মোবাইল ভার্সন থীমটা তৈরী হওয়ার কিছুদিন পরই থীমটা এতো জনপ্রিয়তা পেলো যে এখনো তার জনপ্রিয়তা থেকেই গেছে।

বাংলাদেশী অনেক সাইটেই ট্রিকবিডির মোবাইল ভার্সন থীমটা ব্যবহার করা হয়,

তারপর আবার ট্রিকবিডির পিসি ভার্সন থীমটাও খুব জনপ্রিয় পেয়ে গেলো তবে এটা ক্লোন করা খুব সহজ কাজ নয় তাই এটা পাবলিশ ও হয় নি তেমন।

আজকে আমি ট্রিকবিডির টিম পি এইচ পি স্ক্রাইপ্টটি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে-তে দিয়ে দিবো,

আমি কিভাবে পেলাম এটা বা কিভাবে তৈরী করলাম বা কোথায় থেকে পেলাম সেটা বড় কথা নয়,? বড় কথা হলো এটা আমি আপনাদেকে ফ্রীতে দিবো।

তাহলে প্রথম কাজ হলো ডেমো দেখা, আসুন ডেমো দেখে নেইঃ
https://team.trickbd.com

এবার আসুন স্ক্রিনশট দেখে নেইঃ


এবার আসুন আর কথা নয় PHP ফাইলটি ডাউনলোড করে নেইঃ

https://drive.google.com/file/d/1XbdZs3pW0tdFgmQ47lAOfJA2IyCEj5UH/view?usp=drivesdk

আর যারা ব্লগারে ব্যবহার করতে চান তারা সরাসরি নিচের কোডটি আপনার ব্লগার সাইটে একটি পেজে কপি করে পেস্ট করে দিন।

তাহলে   ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ।

আর একটা কথাঃ

আইটিজানো দিচ্ছে প্রতি পোস্টে ৫৳ টাকা, মাত্র ২টি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ। তাছাড়া ২০৳ হলে রিচার্জ এবং ৫০৳ বা তার বেশি হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 

Exit mobile version