Site icon Trickbd.com

[কেউ মিস করবেন না] ফ্রিতে ডাউনলোড করে নিন Tiktok ভিডিও ডাউনলোডর পিএচপি স্ক্রিপ্ট [No WaterMark]

Unnamed

আসসালামু ওয়ালাইকুম। আশা আশা করছি সবাই ভালো আছেন। নাকি নিন্ডিয়ার ? টিকটক ব্যান করায় আপনি শোকে কাতর? যাই হোক, পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরেছেন পোস্টটি কি নিয়ে হতে যাচ্ছে!! টিকটক ভিডিও ডাউনলোডর স্ক্রিপ্ট শেয়ার করব। যেটি আপনি আপনার পার্সোনাল কিংবা প্রোফেশনালি কাজে ব্যবহার করতে পারবে।

এই স্ক্রিপ্টটি দিয়ে মাত্র ১ মিনিটে টিকটক ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট বানাতে পারবেন। শুধু স্ক্রিপটটি ডাউনলোড করবে এবং আপনার হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করবেন। এরপর এক্সট্রাক্ট করে দিলে আপনার ওয়েবসাইট রেডি।

তবে আপনি যদি না জানেন কিভাবে করতে হয়। তবে চিন্তা করবেন না। পরের টিউনে আপনি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রি হোস্টিংয়ে টিকটক ভিডিও ডাউনলোডার সাইট বানাবেন।

তবে তার আগে চলেন স্ক্রিপ্টটির ডেমো দেখে আসা যাক।



স্ক্রিপ্টটের ডেমো দেখতে এখানে ক্লিক করুন


স্ক্রিপটের ডেমো দেখা হয়ে গেলে চলেন স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেই।

ব্যাস স্ক্রিপ্টটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার ব্যবহার করা শুরু করে দিন। অথবা, আমার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন। আর কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।