Site icon Trickbd.com

php script কীভাবে ইন্সটল করবেন ও হোস্টিং কিনলে ডোমেন ফ্রি অফার

Unnamed

আসসালামু আলাইকুম।আশা করি Trickbd পরিবারের সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে php script ইন্সটল করবেন।সাথে দারুন একটি অফার আছে।

এর আগের পোষ্টে আমি একটি php script শেয়ার করেছিলাম। যারা আগের পোষ্ট পড়েনি তাদের জন্য পোষ্ট লিংক

চলুন আজকের পোষ্ট শুরু করা যাক–

প্রথমে cpanel এ প্রবেশ করুন।এর পর ফাইল ম্যানেজার এর public html এ গিয়ে আমাদের দেওয়া লিংক হতে script টি ডাউনলোড করে আপনি যে ডোমেন এ ইন্সটল করবেন সেখানে আপলোড করে দিন।


এবার আপলোড করা ফাইলটি extract করুন।এবং zip ফাইল ডিলিট করে দিন।script এর ফাইলে ক্লিক করে select all এ ক্লিক করে move অপশন এ ক্লিক করুন এবং সব ফাইল আপনার ডোমেন এর মেইন ফোন্ডারে সেন্ড করে দিন।





এবার আপনার ডোমেন টি রিলোড দিন এবং next এ ক্লিক করুন।দেখবেন Database কানেক্ট করার অপশন আসবে।

এবার cpanel এ MYSQL wizard এ ক্লিক করুন এবং স্কীনশর্ট এর মতো আপনি আপনার ডাটাবেইজ বানিয়ে ফেলুন।



ডাটাবেজ কপি করুন এবং ডাটাবেজ ইউজার নেইম, ডাটাবেজ নেইম ও ডাটাবেইজ ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে next এ ক্লিক করুন।

এর পর আপনি আপনার এডমিন ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে finish এ ক্লিক করুন।

কিছু ক্ষনের মধ্যেই আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে।
ভিজিট করুনঃScript এর ডেমো ওয়েবসাইট

এডমিন প্যানেল এর screenshot

এবার চলুন আপনাদের দেখাই কীভাবে হোষ্টিং এর সাথে ডোমেন ফ্রি পাবেন।প্রথমে এই লিংক এ ক্লিক করুন।

ওয়েবসাইট লিংক


এর পর ৫০০ টাকার একটি প্যাকেজ ওডার করুন এবং পেমেন্ট ক্লিয়ার করুন।এর পর ডোমেন ও গিয়ে একটি xyz ডোমেন ওডার করুন।কিছুক্ষনের মধ্যে দেখবেন ডোমেন ও হোস্টিং এক্টিভ হয়ে গিয়েছে।

কেনার আগে এডমিন কে মেসেজ দিয়ে বিস্তারিত কথা বলতে পারেনঃ এডমিন এর ফেসবুক আইডি

যে কোন সমস্যায় তাদের ফেসবুক পেইজ এ যোগাযোগ করুন। আশা করি তাদের হোস্টিং ভালো লাগবে।
ফেসবুক গ্রুপ লিংক