Site icon Trickbd.com

SEO Studio php স্ক্রিপ্ট কিভাবে ফ্রি আপনার সাইটে সেটআপ করবেন দেখে নিন

আজ থেকে ১ বছর আগে আমি এই স্ক্রিপ্ট তি শেয়ার করেছিলাম অনেকে ডাউনলোড করে রেখেছিলেন আবার অনেকে করতে পারেন নি পরে আমাকে ম্যাসেজ দিয়েছেন আজকে দেখাবো কিভাবে এটার সেটিংগুলু করবেন। আর যারা আগে এটা নিতে পারেন নি নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে,

অনেকে হয়তো জানতে চাইবে এটা কি এটা হলো একটা php স্ক্রিপ্ট অনেকে আছে যেমন একটা ওয়েবসাইট মেইক করে এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু সাইট হবে টুলস ওয়েবসাইট যেখানে সবাই এসে তাদের ওয়েবসাইট এর SEO করতে অনেক গুলু টুলস থাকবে ইউজার সেই টুলস গুলু ব্যাবহার করবে আমি নিজেও এমন একটা সাইট চালাই এবং এডসেন্স ও পেয়েছি তাই শেয়ার করলাম

যারা আগের পোষ্ট থেকে ডাউনলোড করতে পারেন নি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

প্রথমে আসি কিভাবে এটাকে সেটআপ করবেন আপনারা যারা এটাকে ইন্সটল করেছেন এবার আপনাদের এডমিন প্যানেলে লগইন করুণ তাহলে এমন আসবে,

এবার কাস্টমাইজে ক্লিক করুণ তাহলে দেখতে পারবেন আপনি কোন পেইজ কাস্টমাইজ করবেন

তারপর এখান থেকে হেডার সিলেক্ট করুণ তারপর আপনি আপনার ওয়েবসাইট এর লোগো পরিবর্তন করতে পারবেন

এবার এডিট থেকে হোম পেইজে ক্লিক করেন তারপর একটা অপশন আসবে এডিট টেক্সট

এবার এখান থেকে আপনার ইচ্ছে মত টেক্সট পরিবর্তন করতে পারবেন

এবার আসি আপনার সাইটে কি কি টুলস রাখবে বা হাইড করে রাখবেন এটার জন্যে টুলস এ ক্লিক করেন তারপর এমন আসবে

এবার এখানে ড্রাগ এন্ড ড্রপ করে টুলস যুক্ত বা পরিবর্তন করতে পারবেন

এবার আসি কিভাবে এটাতে google adsense এর বিজ্ঞাপন বসাতে পারবেন

প্রথমে সেটিং এ ক্লিক করেন তারপর  Advertising এ ক্লিক করেন আর এখানে আমি আমার এডস কোড বসিয়ে দিয়েছি আপনি আপনার এডসেন্স এর কোড বসাবে

দেখুন এড শো শুরু হয়ে গেছে প্রতিটা টুলস এর উপরে নিচে এড আসবে।