আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd-র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে। আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করছি। তাহলে চলুন শুরু করা যাক।
আমরা জানি, গুগল ড্রাইভের প্রতিদিন ডাউনলোড অ্যাক্সেস সীমিত। একটা ফাইল এক দিনে ৫০ থেকে ১০০ বার ডাউনলোড করলে সেটি ২৪ ঘণ্টার জন্য লিমিট হয়ে যায়জায়। এবং ঘন্টা পরে আবার ব্যবহার করা যেতে পারে। গুগল ড্রাইভ শেয়ার এমন একটি স্ক্রিপ্ট যেখানে এই স্ক্রিপ্টের সাহায্যে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন।
গুগল ড্রাইভ শেয়ারের জন্য গুগল -এ লগইন অনুমতির অ্যাক্সেস প্রয়োজন, এই অনুমতি অ্যাক্সেস শুধুমাত্র গুগল ড্রাইভ অ্যাক্সেস পাওয়ার জন্য। এই অ্যাক্সেস ১০০% নিরাপদ কারণ, এখানে গুগল এর ভেরিফাই API ব্যবহার করা হয়।
ফিচারঃ
- Shared Files
- Upload File
- Download File
- Upload Link
- Copy Drive
- JWPlayer Google Drive movies
- Player & Download Pages Available
- Option For Bulk Links Generation
প্রথমে, ← https://drive.google.com/file/d/1giJ6fnmWxIcUsj_Mxj3qeWeFeMYk_q0f/view?usp=sharing ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UC-browser ইত্যাদিতে সার্চ করলেই ফাইলটি পেয়ে যাবেন ।
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমে আপনার হোস্টিং এ ফাইলটা আপলোড করুন।
২. পিএইচপি ভার্সন ৫.৬ রাখবেন।
৩. Google Drive API তৈরি করুন নিচের ছবির মত করে।
- https://console.developers.google.com সাইটটিতে যান এবং একটি google অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করুন৷
- create project ক্লিক করুন
একটি নাম লিখুন এবং Create বাটনে ক্লিক করুন।
ড্রাইভ লিখে সার্চ করুন, নিচের ছবির মত আসবে, তারপর ইনেবল করুন৷
সাবমিট করা হয়েগেলে বাম পাশের মেনুতে Credentials এ ক্লিক করুন।
নিচের ছবির মত আমার ডোমেইন এর জায়গায় আপনার ডোমেইন এর নাম লিখুন
গুগল API তৈরি করা শেষ।
এখন ওয়েবসাইট সেটিং সেট করতে হবে।
- আপনার ফাইল ম্যানেজার এ যান তারপর base/data/settings/config.json ফোল্ডার খুলুন। ৪টি প্রধান ডেটা আছে যা অবশ্যই পরিবর্তন করতে হবে, যথা: site.domain, drive.redirect.url, drive.client.id এবং drive.client.secret.
- site.domain, drive.redirect.url-এর জন্য, অনুগ্রহ করে আপনার ডোমেন অনুযায়ী বসান, স্ল্যাশ সঠিক কিনা তা নিশ্চিত করুন, উদাহরণস্বরূপ: https: \/\/ সঠিক https:// ভুল
- drive.client.id-এর জন্য, তৈরি করা ক্লায়েন্ট আইডি পূরণ করুন, সেইসাথে drive.client.secret-এর জন্য, তৈরি করা ক্লায়েন্ট গোপন আইডিটা দিবেন। সেভ করুন।
- স্ক্রিপ্ট ব্যবহারের জন্য প্রস্তুত।
যেহেতু এটা একটা ইন্দোনেশিয়ান স্ক্রিপ্ট তাই বুঝতে সমস্যা হতে পারে। এটা নিয়ে কারো কোন সাহায্য লাগলে আমাকে টেলেগ্রামে মেসেজ দিতে পারেন। @rahimsix
আজকে এই পর্যন্তই!
আর, কোন ভুল হলে আমাকে মাফ করে দিবেন ধন্যবাদ!