Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন প্রশ্ন – উত্তর ওয়েবসাইট এর জন্য নোটিফিকেশন প্লাগিন

হ্যালো ট্রিকবাসী! কেমন আছেন সবাই। আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।

আজকে কি নিয়ে পোস্ট নিশ্চয়ই টাইটেল দেখে বুজতে পারছেন। হ্যা, ভাই ব্রাদার। আজকে আমি আপনাদেরকে আমার নিজের প্রশ্ন উত্তর সাইটের নোটিফিকেশন প্লাগিন ফ্রিতেই দিয়ে দিবো।

নোটিফিকেশন প্লাগিন এর কিছু বৈশিষ্ট্য——

তাহলে চলুন জেনে নেওয়া যাক নোটিফিকেশন প্লাগিন এর বৈশিষ্ট্য গুলো কি কি?

নোটিফিকেশন প্লাগিন কি সব থিমে কাজ করবে?

উত্তর: না এটা সব থিমে কাজ করবে না। এই নোটিফিকেশন প্লাগিন টি শুধু মাত্র Mayro থিম এবং Mayro Pro থিমে কাজ করবে।

Mayro থিম কোথায় পাবো?

প্রশ্ন উত্তর ওয়েবসাইটের জন্য জনপ্রিয় একটি থিম হলো Mayro… আমি নিজেও পারসোনালি এই থিমটি ব্যবহার করি।

এই থিমের গিটহাব লিংক দেওয়া হলো চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

প্রশ্ন উত্তর ওয়েবসাইট এর নোটিফিকেশন প্লাগিন ডাউনলোড

এই নোটিফিকেশন প্লাগিন টি ডাউনলোড করার আগে এখান থেকে ডেমো দেখে আসতে পারেন।

যদি এই প্লাগিনটি আপনার প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নেন।

 

 

শেষ কথা:

আমি ক্ষমা চাচ্ছি, আমার এই ছোট পোস্টের জন্য। আমি শুধু মাত্র ট্রিকবিডির ইউজারদের মধ্যে এই নোটিফিকেশন প্লাগিন টি শেয়ার করার জন্য লিখতেছি। আমার এই ছোট কনটেন্ট এর জন্য আবারও আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন।