গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে reg করতে হয়। আজকে হালকা একটা ধারনা দিব। তাই প্রথমেই লগিন করে ফেলুন mywapblog এ। login করে উপরে দেখুন dashboard লিখা আছে। সেখানে ক্লিক করুন। তারপর নিচের মত একটা পেইজ আসবে।
Add
এখানে
নতুন পোস্ট দিতে চাইলে Post। নতুন file add করতে
File. নতুন লিংক সরাসরি দিতে
Blogroll, আর নতুন ক্যাটাগরি দিতে
Category তে যেতে হবে।
Edit
আবার এগুলো edit করার জন্য। নিচে edit আছে। সেখানে যেতে হবে। তবে এখানে সবচেয়ে গুরুতর বিষয় হল setting. এটা নিয়ে পরে পোস্ট দিব।
আর নিচে আছে themes, ad, navigation. এখানে theme হল website এর css. ad মানে এখানে বিজ্ঞাপন দেওয়া যাবে। navigation মেনুতে বিভিন্ন html code দিয়ে design করতে হবে।
আর যেগুলো আছে তেমন গুরুতর নাহ। তবে domain park + blog verification এই দুইটা important জিনিষ। domain তো সবাই বুঝেন। আর blog verification হল webmaster tools গুলো add করা।
আশা করি বিষয় গুলো বুঝতে পেরেছেন।না বুঝলে comment করুন। আগের পর্ব মিস হলে comment করুন।
মাইওয়াপব্লগ দিয়ে বানানো আমার সাইট দেখিতে পারেন