Site icon Trickbd.com

ডটকম ডোমেইন ও হোস্টিং মাত্র ৪৫০ টাকায় ? ভেরিফাইড ক্লাউড cPanel হোস্টিং ??️

বর্তমানে ডট কম ডোমেইনের অরিজিনাল প্রাইস হচ্ছে ৮৯৯ টাকা। কিন্তু আজকে আমরা প্রোমো কোড ব্যবহার করে ৫৬ শতাংশ ছাড়ে মাত্র ৪৫০ টাকায় ডটকম ডোমেইন রেজিস্টার এবং ওয়েব হোস্টিং অর্ডর করবো! তো পুরো পোস্ট টি ফলো করুন নাহলে অফার টি নিতে পারবেন না ?️

Promo Code: KINGCOM

ডোমইন এর সাথে যা যা পাচ্ছেনঃ

☑️ Full Domain Control Panel
☑️ Free Theft Protection
☑️ Free Email Forwarding
☑️ Free DNS Management

আমার হোস্টার ভেরিফাইড কি না?

cPanel Verification

https://verify.cpanel.net/app/verify?ip=104.194.9.187

 

WHMCS Verification

https://www.whmcs.com/members/verifydomain.php

 

এখন আসি ক্লাউড হোস্টিং এর কথায়। পোস্টের টাইটেলে বলে দিয়েছি যে ক্লাউড হোস্টিং এ সাইন আপ সম্পূর্ণ ফ্রি। জি হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। ক্লাউড হোস্টিং প্যাকেজ এর নীতিমালা অনেকটা এরকম, ” আপনি যেটুকু হোস্টিং ব্যবহার করবেন ঠিক সেটুকুর বিল দেবেন ”

কিভাবে ৪৫০ টাকায় ডোমেইন হোস্টিং নেবো?

1.

নিচের লিঙ্ক থেকে যেকোন একটি ক্লাউড হোস্টিং প্যাকেজ সিলেক্ট করুন।

https://amarhoster.com/cloud-hosting/

ক্লাউড হোস্টিং এর সুবিধা কি?

এখন চলুন ক্লাউড হোস্টিং এর কিছু সুবিধা ও ফিচার সম্পর্কে জেনে নেই। এটি যেহেতু শেয়ার্ড হোস্টিং এর উপর ভিত্তি করে আরো উন্নত করে তৈরি করা হয়েছে, তাই গতানুগতিক হোস্টিং এর তুলনায় অসুবিধা নেই বললেই চলে।

আমার হোস্টার এ অতিরিক্ত কি কি ফিচার থাকছে?

আমারহোস্টার মানেই বেশি কিছু! আমারহোস্টার ক্লাউড হোস্টিং এ কোন সেটাপ চার্জ নেই, আপনি কোন টাকা ছাড়াই আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারেন। পরবর্তী প্রতি মাসে আপনার ব্যবহ্রত রিসোর্স অনুযায়ী প্রযোজ্য ইনভয়েস জেনেরেট হয়ে যাবে যা আপনাকে পে করতে হবে।

আবার আপনি যদি মাসে মাসে পেমেন্ট করতে না চান তাহলে আমার হোস্টার একাউন্ট এ ফান্ড লোড করে রাখতে পারেন এবং বিলিং সিস্টেম অটোমেটিক্যালি সেই ক্রেডিট ব্যবহার করবে আপনার ভবিষ্যত ইনভয়েস পে করার জন্য। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য ফিচার গুলো হচ্ছেঃ

ক্লাউড হোস্টিং কি ফ্রী?

জ্বী আপনি সম্পূর্ণ ফ্রী তে ক্লাউড হোস্টিং অর্ডর করতে পারেন। এক্ষেত্রে বর্তমানে কোন চার্জ নেই। তবে পরবর্তী মাস থেকে ওয়েবসাইট চালু রাখতে আপনাকে আপনার ব্যবহ্রত রিসোর্স এর জন্য পেমেন্ট করতে হবে। ক্লাউড হোস্টিং সার্ভিস অর্ডর করতে নিচের

ক্লাউড হোস্টিং ব্যবহার করলে আপনাকে যে সকল বিষয়ে চার্জ দিতে হবেঃ

Cloud hosting নিম্নোক্ত বিষয়গুলোতে ফি নেওয়া হয় স্যার ।
➡️Disk Space
➡️Bandwidth
➡️Addon Domain
➡️Email Accounts, etc.

2.

এখানে আমি A2 প্যাকেজ টি নিলাম। তো এরপর একটি ডোমেইন সিলেক্ট করতে হবে। এখানে প্রথম অপশন থেকে আমরা একটি ডোমেইন সার্চ করবো এবং কনটিনিউ করবো। আজকের প্রোমো কোড টি শুধু .COM ডোমেইন এর ক্ষেত্রেই কাজ করবে।

3.

এরপরের পেইজে কনটিনিউ করুন।

4.

ডোমেইন এর ফ্রী অ্যাডন গুলো সিলেক্ট করে নিন।

5.

এই পেইজে KINGCOM প্রোমো অ্যাপ্লাই করে নিন।  এবং অর্ডর সম্পন্ন করুন।

তো হয়ে গেলো আমাদের মাত্র ৪৫০ টাকায় ডোমেইন হোস্টিং অর্ডর করা! আসা করছি প্রসেস টা বুঝতে পেরেছেন। ক্লাউড হোস্টিং এর জন্য আপনাকে প্রতি মাসে ইউজেজ এর ভিত্তিতে পে করতে হবে আর ডটকম এর রিনিউ চার্জ ৮৯৯ টাকা পরবে পরের বছর।

আর পেমেনট এর বিষয়ে বলতে গেলে, আমার হোস্টার এ রয়েছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম। এখানে পেমেন্ট করা খুবই সহজ।
আপনি যেকোন সার্ভিস এর জন্য অটোমেটিক পেমেন্ট করতে পারবেন এবং ইন্সট্যান্টলি আপনার সার্ভিস একটিভ হয়ে যাবে। তবে প্রোমো পাইজ এ ডটকম ডোমেইন কিনলে একটিভ হতে সময় লাগে।

আবার আপনি যদি ডলার এ পে করতে চান, তাহলে আমাদের পেপাল গেটওয়ে ব্যবহার করতে পারেন। তবে পেপাল পেমেন্ট কুরতে চাইলে সার্ভিস অর্ডর করার সময় আপনাকে USD সিলেক্ট করে নিতে হবে। অন্যথায় এই গেটওয়ে কাজ করবে না।

আজকে এ পর্যন্তই। নতুন কোন অফারের টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আগামীতে কোনদিন উপস্থিত হব। Student রা সম্পূর্ণ ফ্রী তে হোস্টিং ব্যবহার করুন FreeHosted.org থেকে।