Site icon Trickbd.com

এন্ড্রয়েড ফোনে পাইথন ইনস্টল করুন।কোনো রুট লাগবেনা।হয়ে যান আপনিও প্রোগ্রামার বা হ্যাকার

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?আমি ভালো আছি।

আজকে আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করতে জাচ্ছি তা হলো কিভাবে আপনার ফোনে পাইথন ইনস্টল করবেন।

এর জন্য আপনার কোনো রুট লাগবেনা।এর জন্য যা যা করা লাগবে তার পূর্বে পাইথন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা।

পাইথন কি?

পাইথন একটি বহু-প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা (ফাংশন-ভিত্তিক, বস্তু-সংশ্লিষ্ট ও নির্দেশমূলক) এবং এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। এদিক থেকে এটি পার্ল, রুবি প্রভৃতি প্রোগ্রামিং ভাষার মত।

পাইথন কি কাজে ব্যাবহৃত হয়?

জোপ অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব এবং মূল বিটটরেন্ট ক্লায়েন্ট উল্লেখযোগ্য। যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। তথ্য নিরাপত্তা শিল্পে পাইথনে বহুবিধ ব্যবহার লক্ষনীয়। এর মধ্যে ইমিউনিটি সিকিউরিটির কিছু টুলস, কোর সিকিউরিটির কিছু টুলস, ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা স্ক্যানার ওয়াপিটি, ও ফাজার টিএও এ বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত দ্রুত সফটওয়ার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।(পাইথনের ব্যাবহার copied from Wikipedia)


তো বুঝতেই পারছেন পাইথন কম্পিউটারের একটি প্রোগ্রামিং ভাষা।এন্ড্রয়েড কি রান করা সম্ভব? হ্যা সম্ভব তবে পুরো কম্পিউটারের ফিচার পাওয়া যাবেনা।তবে ছোটখাট হ্যাকিং যেমন ওয়াইফাই হ্যাকিং এর জন্য কাস্টম ডিক্সনারি, ওয়েব সাইট এর বিভিন্য সমস্যার সমাধান ইত্যাদি করা যাবে।

পাইথন ইনস্টল

প্রথমে নিচের লিংক থেকে এপ টি নামিয়ে নিন।৩০০-৪০০ কেবি সাইজ। এপ লিংক এপটি টারমিনাল ইমুলেটরের মত তবে অনেক এডভান্সড। এপ ইনস্টল দেওয়ার পর ওপেন করলে নিচের মত আসবে।

ফোনে ২০ এমবি এর মতো থাকলেই হবে। এখন আসল কাজ।কমান্ড।উপরের মত স্ক্রিন আসলে কমান্ড অর্থাৎ টাইপ করুন

apt update

কমান্ড দিয়ে এন্টার দিলে নিচের মত আসবে।প্রতিবার কমান্ডের পর এন্টার দিবেন।

তারপর পরের কমান্ড

apt upgrade

নিচের মত আসবে

তারপর ইয়েস এর জন্য Y দিবেন। আপগ্রেড হয়ে গেলে পরের কমান্ড

apt-get install python

এটা দিলে নিচের মত আসবে

Y দিবেন। পাইথন আরচিভ আনয়ারচিভ করা শেষ হলে নিচের মত আসবে।

অনেকের pip ইনস্টল হয়না।আলাদা করে ইনস্টল দেওয়ার জন্য কমান্ড

apt install pip

pip ইনস্টল হয়ে গেলে নিচের কমান্ড দিলেই কাজ শেষ।

python -v

paithon পুরোপুরি ইনস্টল হয়ে গেলে নিচের মত আসবে

শেষ পাইথন ইনস্টল।পরীক্ষার জন্য ২+২ ১০০+২০০ ইত্যাদি টাইপ করে আউটপুট দেখুন।

আর হ্যা পোস্ট কপি করলে ক্রেডিট দিবেন অথবা আমার দেওয়া লিংক দিবেন।

ধন্যবাদ।

টিউটোরিয়াল না বুঝলে নিচের ভিডিও দেখেন

video link

নতুন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।