Site icon Trickbd.com

An Effective Index For Learning Python Full Approach

Unnamed

An Effective Index For Learning Python Full Approach


Learning Tutorial And Reference – Book [ Hard and PDF ]


 

Learning Tutorial And Reference – Video Course




 


Learning Tutorial And Reference – Full Tutorial




যদি ভাবেন আপনি পাইথন শিখবেন তাহলে অভিনন্দন। শুরু হোক আজকেই আপনার পথচলা।।

# বাংলাতে পাইথন ব্যাসিক শেখার জন্য পড়ুন “সহজ ভাষায় পাইথন ৩”।


তারপর “বাংলায় পাইথন” PDF অথবা Tutorial থেকে শেখা শুরু করুন। এই দুইটাতেই হয়ত বাংলায় পাইথন প্রোগ্রামিং এর ব্যাসিক এবং কিছুটা এডভান্স শেষ করে ফেলবেন।

এখন টরেন্ট দিয়ে প্রথম ভিডিও কোর্স “The Modern Python3 Boot camp” ডাউনলোড করুন।


এই কোর্স যদি সময় নিয়ে পুরো শেষ করতে পারেন তাহলে আর অন্য কিছুই লাগবে না। শুধু শেষ করলেই হবে না ভালোভাবে বুঝে শেষ করতে হবে সঙ্গে যে প্রোজেক্ট গুলো করাচ্ছে ওগুলোতো করবেনই।


শুধু এই কোর্স থেকেই আপনি উপরের ইনডেক্স এর পাইথন ব্যাসিক থেকে এডভান্স শিখে ফেলতে পারবেন। তবে, তার আগে অবশ্যই যেটা বললাম “সহজ ভাষায় পাইথন ৩” এবং “বাংলায় পাইথন” পড়বেন।


তাহলে এক্সট্রা সুবিধা পাবেন।

এই কাজ গুলো করা শেষ হলে https://www.w3resource.com/python-exercises/ এই সাইট থেকে প্রব্লেম সল্ভ করবেন।

যে বিষয়ে দেখবেন দুর্বলতা আছে সেই অধ্যায় আবার ভালো করে পড়বেন।


যদি ভালো মতো সবগুলো শেষ করতে পারেন তাহলে আপনি এখন ইন্টারমিডিয়েট লেভেল এ পৌছে গেছেন। অভিনন্দন!!! এখন আপনার উচিৎ হবে ১/২ মাস সময় নিয়ে উপরের দেয়া ইংরেজি PDF গুলো দেখবেন।


অন্তত Python Crash Course এবং Automate the boring stuff with python এই দুইটা দেখবেন। ভালো করে পড়ে যদি বই দেয়া অনুশীলন গুলো করতে পারেন তাহলে প্লাস পয়েন্ট। নাহলে পরে ভোগান্তি হতে পারে।

এখন আপনি আপনার পছন্দের ফিল্ডে যেতে পারেন। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য কোন ফিল্ড।


তবে, যাওয়ার আগে একটা পরামর্শ থাকবে আপনি “পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খন্ড” এই বইটা কিনে ডাটা স্ট্রাকচার এবং এলগরিদম গুলো শিখে নেন।

এখন কাজে না লাগলেও ভবিষ্যতে অবশ্যই লাগবে।


আপনার পাইথনে পথ চলা হোক নৈতিক এবং সমস্যাপুর্ন। তা না হলে মজা পাবেন না J

ধন্যবাদ!! আমি শাহরিয়ার আহমেদ শোভন। যেকোন সমস্যাতে ডাকলে ইনশাল্লাহ পাশে পাবেন। কোন ভূমিকা বা ভদ্রতা ছাড়া প্রশ্ন করলে বেশি খুশি হব।


আসসালামু আলাইকুম!!

বিঃদ্রঃ- উপরের কোন বই বা ভিডিও কোর্স ডাউনলোড করে কমার্শিয়াল কিছু করতে গেলে কপিরাইট ইস্যুতে পড়তে পারেন। এতে আমি কোন ভাবেই দায়ী থাকবো না। নিজ দায়িত্বে ডাউনলোড দিবেন।


আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz