সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে
জনপ্রিয় হচ্ছে ফেসবুক। ফেসবুক ব্যবহার করেনা
এরকম মানুষ আছে হাতে গণা কয়েকজন। আমরা
দিনে একবার হলেও ফেসবুকে আসি। রবি এক্সিয়াটা
তাদের জনপ্রিয়তার জন্য internet.org-র সাথে চুক্তি
করে বাংলাদেশে প্রথম ফ্রি ফেসবুক চালানোর
ব্যবস্থা করে। আমি ঐ দিকে যাচ্ছিনা, এবার কাজের
কথায় আসি।
অনেকদিন ধরে আমরা অনেকে রবিতে
Internet.org বা free.facebook.com দিয়ে ছবি ছাড়া
ফেসবুক ব্যবহার করে আসছি। আজ আমি শেয়ার
ফ্রি ফেসবুক চালাতে হয়।। আশা করি সবাই পারবেন।
টিউনটা আগে মনোযোগ সহকারে পড়ে নিন
তারপর ট্রাই করে দেখবেন। ট্রাই না করে শুধু শুধু
কমেন্টে বিরক্ত করবেন না।
ছবিসহ ফ্রি ফেসবুক চালানোর জন্য আপনাকে যা
করতে হবেঃ
আপনার ব্রাউজারের এড্রেস বারে
Free.Facebook.com লিখে Go বাটন চাপুন। তারপর
ফেসবুকে প্রবেশ করার পর Free লেখাটা
কেটে দিয়ে m.prod লিখে (Ex:
m.prod.facebook.com ) Go বাটন চাপুন আর
এইবার আরামছে ছবিসহ ফ্রি ফেসবুক চালান।
[বিঃদ্রঃ m.prod.facebook.com দিয়েও সরাসরি ঢুকতে
পারবেন,কিন্তু অনেক ফোনে Link টাতে
ঢুকতে একটু সময় নেয়।]
না বুঝে থাকলে বা সমস্যা হলে কমেন্টে জানাতে
পারেন।
gp free net 100% working