Site icon Trickbd.com

রবির নতুন সংযোগের সাথে ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড কিনে উপভোগ করুন ১১২ টাকার আকর্ষণীয় ইউনিলিভার পণ্য

Unnamed

একটা নতুন রবি সংযোগের সাথে ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড কিনে গ্রাহক ১১২ টাকা মূল্যের ইউনিলিভার পণ্য পেতে পারেন:
১টি লাক্স (৭৫ গ্রাম)
১টি ফেয়ার এ্যান্ড লাভলি ((২৫ গ্রাম)
১টি পেপসোডেন্ট (৪৫ গ্রাম)
২টি সানসিল্ক কনডিশনার (৭ এমএল)
২টি সানসিল্ক শ্যাম্পু (৬ এমএল) 

  ২৯ টাকা স্ক্র্যাচ কার্র্ডের সাধারণ শর্তাদি:
কেবল নতুন রবি সংযোগের জন্যে ২৯ টাকার রিচার্জ্ কার্ড্ প্রযোজ্য হবে।
২৯ টাকার স্ক্র্যাচ কার্ড্ রিচার্জের পর ২৯ টাকা গ্রাহকের মূল্য এ্যাকাউন্টে যুক্ত হবে, যার মেয়াদ হবে ৩০ দিন। ব্যালান্স চেক করতে *২২২# ডায়াল করুন।
১টা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক কেবল ১টি স্ক্র্যাচ কার্ড্ কিনতে পারবেন।
৩০ দিনের মধ্যে গ্রাহক কেবল একবার ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড্ ব্যবহার করতে পারবেন।৩০ দিনের মধ্যে একাধিকবার স্ক্র্যাচ কার্ড্ রিচার্জের চেষ্টা করলে সেটি সফল হবে না।

২৯ টাকার স্ক্র্যাচ কার্ড্ রিচার্জের অন্যান্য সুবিধা (এটি ২৯ টাকার ইজিলোড রিচার্জের জন্যেও প্রযোজ্য):

রবি-রবি কল-রেট: ০.৫ পয়সা / সেকেন্ড (ভ্যাট ও এসডিসহ ০.৫৯২৩ পয়সা)
মেয়াদ: ৩০ দিন।
রবি-অন্যান্য কল-রেট: ১ পয়সা / সেকেন্ড (ভ্যাট ও এসডিসহ ১.১৮৪৫ পয়সা)
মেয়াদ: ৩০ দিন।
১টি কিনলে ১টি ফ্রি:
রবির ১টি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক কিনে আরেকটি প্যাক বিনামূল্যে পেতে পারেন। এটি রিচার্জের দিন থেকে ৩ মাসের জন্যে ব্যবহার করতে পারবেন।
নিচের বর্ণিত ইন্টারনেট প্যাক পাওয়া যাবে – চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
৪০ টাকায় ১০০ এমবি (মেয়াদ ২৮ দিন)
৭৫ টাকায় ২৫০ এমবি (মেয়াদ ২৮ দিন)
ফ্রি ইন্টারনেট প্যাকের মেয়াদ ক্রয়কৃত মূল ইন্টারনেট প্যাকের সমান হবে (২৮ দিন)।
ফ্রি ইন্টারনেট প্যাক ব্যবহারের সময়: ২৪ ঘণ্টা।
ইন্টারনেট প্যাক কেনার ৭২ ঘন্টার মধ্যেই ফ্রি ইন্টারনেট বিতরণ করা হবে।
ফ্রি নামাজ এ্যালার্ট:
কেবল প্রথমবার ২৯ টাকা রিচার্জ করলে এই সেবা পাওয়া যাবে।
মেয়াদ: ৯০ দিন।
রিচার্জের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যেই এই সেবা চালু হবে। গ্রাহককে একটি এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।
সেবাটি ৯০ দিনের জন্য প্রযোজ্য ।

ফ্রি ব্রেকিং নিউজ সেবা:
কেবল প্রথমবার ২৯ টাকা রিচার্জ করলে এই সেবা পাওয়া যাবে।
মেয়াদ: ৯০ দিন।
রিচার্জের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যেই এই সেবা চালু হবে। গ্রাহককে একটি এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।
সেবাটি ৯০ দিনের জন্য প্রযোজ্য ।