প্রিয় ভাই ও বন্ধুরা TrickBD সাইটে আপনাদের সাবাই কে সাগ্বতম । আপনারা সবাই কেমন আছেন , আশা করি ভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন TrickBD এর পক্ষ থেকে এই কামনা রইলো ।
রবিতে চালু হল free wifi. এই ওয়াই-ফাই হটস্পটেরমাধ্যমে ১০০টি বাস ও১০০টি ট্যাক্সিতে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার রাজধানীরপ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলেআয়োজিত অনুষ্ঠানে একার্যক্রমের উদ্বোধনকরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানাহালিম।দেশজুড়ে ইটারনেট সেবাপৌঁছে দিতে বৃহৎপ্রকল্প হাতে নিয়েছে এমোবাইল অপারেটরটি।আগামী ছয় মাসে ৫০০টিশীর্ষ স্থানীয়রেস্তোরাঁ, ক্যাফে ওরিটেইল আউটলেট,১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি উন্মুক্তস্থান (বিমানবদর ও রেলস্টেশন) ও ৩৫০টি বাস,ট্যাক্সি ও ট্রেনেউচ্চগতির ওয়াই-ফাইসেবা দেবেঅপারেটরটি।
যেভাবে wifi connect করবেন
বুঝতে না পারলে রবির Official site এ visit করুর।
আমার সাইট : DuniarTips•Com