Site icon Trickbd.com

[Update-27 November] রবি ফ্রি নেট।সাথে ইউটিউব এবং গুগল প্লে স্টোর ফ্রি চালানোর ট্রিক

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন সবাই?

# সবাই জানেন যে,রবির একটা ফ্রি নেট চলতেছে। আর না জানা থাকলে এখন তো জানেন।

অনেকের অনেক সমস্যা এই ফ্রি নেট এঃ
* অনেকের বার বার ডিসকানেক্ট হয়ে যায়।
* অনেকের তো কানেক্ট ই হয় না। ?
* অনেকে আবার নেট স্পিড ভালো পায় না।
* সমস্যার অন্ত নেই।।

যাই হোক আজকের ট্রিক টা তে অনেক কিছুই দিবো যা হয়ত অনেকেই জানেন না।

চলেন শুরু করা যাকঃ

আপনার সিম এ ভুলেও যেনো টাকা বা এম্বি না থাকে।থাকলে এই ফ্রি ট্রিক ট্রাই করিয়েন না।।??

প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ গিয়ে > মোর > মোবাইল নেটওয়ার্ক > ক্রিয়েট নিউ এপিন।
# অর্থাৎ নতুন একটা এপিন ক্রিয়েট করতে হবে।।।

Apn Settings


* Name: আপনার যা ভালো লাগে দেন(চাইলে আমার নাম ও দিতে পারেন ?)
* Apn : Internet (যেইভাবে দিয়েছি ঠিক ওইভাবে দিবেন। I বড় হাতের দিবেন ?)

এইবার নিছে থেকে এপ টা ডাউনলোড করে নিন।

##Psiphon Premium Handler##

# ডাউনলোড করে ইন্সটল করে নিন।

# মোবাইলের নেট কানেকশন অন করুন।

# Psiphon এ ঢুকুন।

দেখবেন স্ক্রিনশট এর মত করে একটা পেজ আসবে।

#ওই পেজ এর এর নাম ” Handler Menu”

#পেজ এর নিছে গিয়ে নিছের মত সেটিংস করে নিনঃ

Proxy Type : REAL HOST
Proxy Server : http://robi.fonepass.mobi/view/redirect.html?

বিদ্রঃ


প্রক্সি সার্ভার যেইভাবে দিয়েছি ঠিক ওইভাবে দিবেন।

# আপনার সুবিধার্থে উপরের ” show on start ” আনমার্ক করে দিতে পারেন।

এইবার নিছে গিয়ে “OK” চাপুন।

# দেখবেন আপনাকে একটা পপ আপ শো করাচ্ছে।
“Tunnel In Whole Deviec!!”

আরামছে ” TUNNEL WHOLE DEVICE ” এ ক্লিক করেন।

#এইবার দেখবেন নোটিফিকেশন বার এ “connecting” দেখাচ্ছে।

# কানেক্ট হলে আপনার মোবাইলে যেই যেই ব্রাউজার ইন্সটল করা আছে সব দেখাবে।একটাতে ঢুকে চালাইতে থাকেন।।।

এডভান্স ট্রিকঃ

# নেট স্পিড ভালো না পেলে আপনার মোবাইলের নেট কানেকশন অফ করে আবার অন করিয়েন।(psiphon অফ করিয়েন না)

আজকের এই পোস্ট এর মূল আকর্ষনঃ

ভাই মাফ করবেন।এতক্ষন যা বলছি তা অনেকেই যানেন।কিন্তু,আমি জানি এখানে এক জন হলেও আছেন যে এইগুলা জানে না।।।।।

Main Trick

আমার আসল ট্রিক জানলে আপনার মাথা ঘুরতে পারে।তাই মাথা কিছুর সাথে বাধি রাখেন।অথবা কাউকে বলেন আপনাকে ধরতে।।।(সরি ফর আঝেবাঝে কথা।বাট,আমি নিজেই খুব এক্সসাইটেড)

# আমি দেখাব কিভাবে এই ফ্রি ট্রিক দিয়ে আপনি YOUTUBE APP,GOOGLE PLAY STORE চালাবেন।।

$$YOUTUBE$$

#প্রথমে ওপেরা তে যান।তারপর ইউটিউব এ যান।।যেকোনো একটা ভিডিও তে ক্লিক করুন।।এইবার দেখবেন ইউটিউব এপ ওপেন হবে।ওই ভিডিও সহ যেকোনো ভিডিও দেখতে পারবেন।

**বিদ্রঃ


সবসময় ইউটিউবে যেতে হলে আগে ওপেরা থেকে ইউটিউবে গিয়ে আগের মত চালাবেন।ডাইরেক্ট ইউটিউব এপ এ ঢুকলে হবে না।।

$$GOOGLE PLAY STORE$$

#একই ভাবে ওপেরা তে গিয়ে কোনো গুগল প্লে স্টোরের লিংক এ ক্লিক করুন।।
দেখবেন,প্লে স্টোরে চলে গিয়েছে।

কাজ শেষ।আরামছে প্লে স্টোর থেকেও ডাউনলোড করেন।

সবার কাছে আমার অনুরোধ অনেকেই নিজের নামে নিজের সাইটে এটা প্রচার করবেন।।নিজের সাইটে দেন ভালো কথা কিন্তু আমাদের ক্রেডিট না দিলে তো খারাপ লাগে।তাই এই ব্যাপার টা একটু খেয়াল রাখবেন।তাদের জন্যই ক্রিয়েটিভ লেখকরা আজ বিলুপ্তপ্রায়।।

##আমার পোস্ট টি কেমন লাগলো জানাতে ভুলবেন না।কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।

#আল্লাহ হাফেয।।।

Exit mobile version