Site icon Trickbd.com

[ROOT]রবি+Airtel সিমে একদম ফ্রিতে টিভি দেখতে পারবেন! কোন টাকা বা এম্বি ছাড়াই ১০০% কাজ করবে”ইনশা-আল্লাহ”

Unnamed

প্রোথমেই বলে রাখি এটি অনেক আগে থেকেই কেউ কেউ জানে !সুধু জারা যানে না তাদের জর্ন ৷
কম্মেন্টে গালি গালাজ বা খারাব কম্মেন্ট করবেন না!

আর হে স্কিনসর্ট দিতে পারলাম না এ কারনে ছরি!

আর এ কাজটি খুব সহজ ৷যাতে স্কিনসর্ট দরকার হবে না!
এবার কাজের কথাই আসি

রবিতে ফ্রি টিভি চালাতে হলে

আগে দুটি এপ ডাউনলোড করে নিতে

হবে আপনাকে।

এপ দুইটির নাম হচ্ছেঃ

১। Robi Tv

এবং ২। Hack App Data

Play store থেকে নামিয়ে নিন এপ দুটি।

এবার কার্যপ্রাণীলি গুলা ভাল ভাবে Follow

করুনঃ

১। প্রথমে উপরের সফটওয়্যার গুলা ইন্সটল করে নিন।

২। রবি সিমে ইন্টারনেট কানেকশন দিন।

(টাকা বা এম্বি রাখবেন না)

২। এবার রবি টিভি এপ টি ওপেন করুন।

এপে ডুকলে যেকোন চ্যানেলে প্লে করার চেস্টা করুন দেখবেন

প্যাক সাবস্ক্রাইব চাইছে।

এবার ব্যাকগ্রাউন্ড এ এপটি রেখে বেরিয়ে আসুন।

৩। Hack App Data এপটি ওপেন করুন।

৪।ওপেন করলে User App নামে একটি অপশন পাবেন ক্লিক করুন।

৫। তারপর দেখবেন আপনার সেটের সফটওয়্যার গুলা দেখতে পাবেন Robi Tv খুঁজে সিলেক্ট করুন।

৬। তারপর APTV_DB নামে অপশনে ক্লিক দিন।

৭।এবার একেবারে শেষে Purchase Item

অপশনে ক্লিক দিন।

৮। এবার আপনার মূল কাজ এখানে দেখবেন এইরকম PITEM16 true এর নিচে দেখবেন কিছু false এবং true আছে Underline করা।

আপনাকে সবকইটি true করে দিতে হবে।

কিভাবে করবেন বলে দিচ্ছিঃ

PITEM 16 এগূলা তে ক্লিক দিলে PITEM_CLOSE একটি অপশন পাবেন এবার

ক্লিক দিন। দেখবে value নামের পাশে false যদি থাকে true লিখে সেভ দিন।

সব কয়টি ওভাবে করে নিন।

এবার রবি টিভি এপ টি ওপেন করে ফ্রি

টিভি চালাতে থাকুন।

ব্যাসস

কাজ শেষ এবার রবি ফ্রি টিভি চালাতে থাকুন।

পোষ্টটি লিখতে ও ট্রিকটি বের করতে অনেক

কস্ট হয়েছে তাই ধন্যবাদ দিতে ভুলবেন না।

Exit mobile version