আসসালামুআলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।
রবিতে ফ্রি ফেসবুক চালান ছবি ও ভিডিও সহ
এই ট্রিকটা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য পোস্টটা করলাম। তাহলে কথা না বাড়িয়ে ট্রিকটা শেয়ার করি।
রবিতে ফ্রী ফেইসবুক চালানো যাচ্ছে ফ্রি-বেসিকসের মাধ্যমে। কিন্তু এতে ছবি দেখা যায় না। নতুন ট্রিকের মাধ্যমে ছবি ও ভিডিও দেখা যাচ্ছে। এতে প্রতিদিন ৩০ মেগাবাইট করে দেওয়া হয়।
কিন্তু আমি আজকে আপনাদেরকে শেখাবো, কিভাবে তা আনলিমিটেড করাও যায়।
আগেই দেখুন,আমার মোবাইলে কোনো মেগাবাইট নাই
প্রথমে আপনার মোবাইলের ডিফল্ড ব্রাউজারে প্রবেশ করুন।
তারপর free.facebook.comদিয়ে প্রবেশ করুন।
এবার একটা নতুন ফেইসবুক আইডি খুলুন।
সঠিক ভাবে একাউন্ট তৈরি করে দেখুন-উপরে লিখা আছে (প্রতিদিন বিনামূল্যে ৩০ mb ফেইসবুক)
তারপরে দেখুন আপনার মোবাইলে একটা মেসেজ আসছে।মানে ৩০ mb একটিভ হয়ে গেছে।
এইবার free কেটে m লেখুন।
মানে m.facebook.comএ ঢুকুন।
এবার যে ভিডিওটি দেখবেন তাতে ক্লিক করুন।
এবার দেখুন ভিডিও প্লে হয়ে গেছে।
এভাবে ৩০ mb শেষ করুন।
এখন দেখুন কিভাবে আনলিমিটেড এম্বি পাবেন
তারপর আপনার ব্রাউজারটি Clear Data দিন।
তার পর আবার free.facebook.com এ আপনার বানানো নতুন আইডিটা দিয়ে লগইন করুন।
দেখুন! আবারও ফ্রী হয়ে গেছে।
এভাবেই ইচ্ছামতো ফ্রীতে ফেইসবুক চালান।
পোস্ট টা লিখতে আমাকে সাহায্য করেছেন ট্রিকবিডির কন্ট্রিবিউটর samad
সবাই সুস্থ থাকুন ভালো এবং ট্রিকবিডির সাথেই থাকুন।