সম্মানিত সকল ট্রিকবিডি ভিজিটর সকল কে আমার সালাম। আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।কেনোনা ট্রিকবিডি আমাদের কে উপহার দিচ্ছে। নতুন নতুন ট্রিক এবং ফ্রি নেট। আমি একজন ছাএ তাই পোস্ট করার সময় পাই না।আজ বন্ধের দিন তাই আপনাদের সামনে নিয়ে এলাম একটি ফ্রি নেট। চলুন এবার টিউন এ ফিরে যাই। ইজিনেট বন্ধ হওয়ার পর ফ্রি নেট বন্ধ হয়ে গেছে। অামার জানা মতে এখন অার ফ্রি নেট নেই কোনো সিম এ। চারিদিকে ফ্রিনেটের হাহা কার। এজন্যই অামি একটু অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ফ্রি নেটের ব্যাপারে ট্রাই করতে গিয়ে একটা জিনিস পেলাম সেটা হলো রবি সিম এ ফ্রি নেট। অবশ্য এটাকে ফ্রি নেট বলা চলে কিনা জানি না। তাও ট্রিকটা শেয়ার করলাম Trickbd সবার সাথে।রবি সিমে 28 টাকায় (ভ্যাট সহ) ১ মাসের ২৫০ MB ক্লাস অফ ক্লান প্যাকটা কিনুন।প্যাক কেনার নিয়ম হলো=*8444# ডায়াল করে তারপর ১ রিপ্লে দিন তা্রপর মাসিক প্যাক এ ঢুকলে ক্লাস অব ক্লান প্যাকটি পাবেন।
★সেটিং ঠিক করার পর সেভ এ ক্লিক করুন।
এবার ওকে তে ক্লিক করুন।
কানেক্ট হওয়ার আগে এ ছবি আসবে।এবং কানেক্ট হওয়ার জন্য অপেষ্কা জরুন।
এবার ইচ্ছামতো ডাউনলোড শুরু করে দিন। ও আপনার ফোনে কোনে টাকা বা এম্বি রাখবেন না। আমার স্পিড দেখেন।
রবির ক্লাস অফ ক্লান এমবি দিয়ে সবকিছু ডাউনলোড করুন বাজে কমেন্টাররা দেখবেন না।

Unnamed