Hi বন্ধুরা!
সাম্প্রতি আমি দেখতে পেলাম মাই রবি অ্যাপ এ ১৫টাকায় ১জিবি (১২ঘন্টা) মেয়াদে অফার এসেছে । তাই আমি গতকাল রাতে অফারটি কিনি এবং কালকেই শেষ করে ফেলি। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি আমি নাকি অফারটি রিনিউ করেছি! আর ১জিবি ১২ঘন্টার জন্য পেয়েছি!??
প্রথমেই বলি আমি কোন অফার নিলে সেটায় অটো রিনিউয়াল নেই না, আর থাকলেও তা বন্ধ করে নেই। মজার কথা হল এখানে অফারের এক্টিভিশন মেসেজে কিছুই লেখা নেই অটো রিনিউয়াল নিয়ে!
তাই আপনারাও চেস্টা করে দেখতে পারেন কারন চেস্টা করতে তো দোষ নাই।
আর সবার হবে কিনা জানি না, তাই নিজ দায়িত্বে করবেন।
এরকম কত জিবি পাওয়া যায় বলা যাচ্ছে না।
আশা করি পোস্টটি ভালো লেগেছে!
ভালো থাকুন।