Site icon Trickbd.com

[Hot post] রবি সিমে মাএ ৫ টাকায় ৭০০ এমবি নিয়ে নিন প্রথম বার (শর্ত প্রযোজ্য)

Unnamed

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন

আছকে আমি রবি সিমের একটা অফার নিয়ে এসেছি। তা হচ্ছে মাএ ৫ টাকায় ৭০০ এমবি (শর্ত প্রযোজ্য) এই এমবি সর্বোচ্চ ১ বার নিয়া যাবে আর প্রথম বার। এমবি নিয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তা হচ্ছে প্রথম বার অনলাইন থেকে যে কোনো পরিমাণ মোবাইল রিচার্জ করতে হবে আপনার রবি সিমে (১০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত করতে পারবেন)

তো শুরু করা যাক কি ভাবে কি করবেন।

প্রথমে রবি এর Facebook pages এ যান বা এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করে Hi, Hello যে কোনো কিছু লিখে Message দিন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর

তার পর যে পরিমাণ এ রিচার্জ করবেন তা দিয়ে দিন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর যে কোনো একটা মাধ্যম থেকে মোবাইল রিচার্জ টা নিয়ে নিন।

তার পর রিচার্জ নিয়া হলে সাথে সাথে ৩০০ এমবি বোনাস পেয়ে জাবেন।

বিশেষ দ্রষ্টব্য :: কিছু সমস্যার কারনে ভিন্ন ফোন দিয়ে স্ক্রিনশট দেওয়া হয়েছে।

তার পর buy তে ক্লিক করেন

তার পর একাউন্ট ব্যালেন্স তে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে অনলাইন থেকে মোবাইল রিচার্জ করলেন সে নাম্বার দিয়ে দিন।

তার পর একটা verification code যাবে তা দিয়ে দিন।

তার পর দেন ১০০ এমবি এর সাথে আর ৩০০ এমবি বোনাস পেয়ে গিয়েছেন।

এখন দেখেন ৩০০+১০০+৩০০=৭০০ এমবি পেয়ে গিয়েছেন।
এমবির মেয়েদঃ ৭২ ঘন্টা।

এমবি চেক করবেনঃ *3# দিয়ে।

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম
এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ।